Logo
×

Follow Us

জলবায়ু পরিবর্তন

যেসব স্থানে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩

যেসব স্থানে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে। ছবি: সংগৃহীত

আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উপকূল পার করতে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে, কমতে পারে তাপমাত্রাও।

আজ সোমবার (৪ ডিসেম্বর) ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে ঘূর্ণিঝড় মিগজাউম। ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। বাড়াতে থাকবে শক্তি।

আজ দুপুরে ঘূর্ণিঝড়টি ভারতের দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে। তারপর উত্তর দিকে অগ্রসর হয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছাবে মিগজাউম।

আগামীকাল মঙ্গলবার দুপুরে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি ভারতের নেল্লোর ও মছিলিপত্তনমের মধ্যে দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে। সেইসময় ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এমনিতে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে হাওয়া বইবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫