Logo
×

Follow Us

জলবায়ু পরিবর্তন

বিক্ষুব্ধ হয়ে উঠছে সাগর

ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে আসছে আমফান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২০, ১৯:৫৭

ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে আসছে আমফান

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমফানের বাতাসের গতি এখন ঘণ্টায় ২২৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 

সর্বশেষ ঘূর্ণিঝড়টি মংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুপার ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

তবে ঘূর্ণিঝড়টি যতো উপকূলের কাছাকাছি আসবে ততো এর শক্তি কমে আসার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বিকেল থেকেই সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং রাতে সেই বৃষ্টির প্রভাব আরো বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভীন।

তিনি জানান, যেহেতু এখন আমাবস্যার প্রভাব রয়েছে সে কারণে জলোচ্ছ্বাস কিছুটা বেশি হতে পারে।

অন্যদিকে, ঘূর্ণিঝড়টি বুধবার বিকেলে সুন্দরবন উপকূলীয় এলাকায় খুলনা এবং পায়রা বন্দর এলাকায় পটুয়াখালী অঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া আফিস।

আমফানের অগ্রবর্তী অংশের প্রভাব ইতোমধ্যেই দেশের আবহাওয়ায় পড়তে শুরু করেছে বলেও পূর্বাভাসে জানানো হয়। এ কারণে সাগর বিক্ষুব্ধ থাকায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫