Logo
×

Follow Us

জলবায়ু পরিবর্তন

চিতার আঘাতে অজগরের মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯, ১৩:৩৮

চিতার আঘাতে অজগরের মৃত্যু

ছবি: সংগৃহীত

চিতা ও অজগর দুটোই ভয়ানক। তাদের মধ্যে দ্বন্দ্ব আরো ভয়াবহ। কেনিয়ার বিখ্যাত মাসাইমারা অরণ্যে চিতা ও অজগরের লড়াই দেখা গেছে।

এতে সর্বশক্তি প্রয়োগ করেছে দৃঢ়শক্তির চিতা। তীক্ষ্ণ নখের থাবা আছড়ে পড়ল ভয়ংকর হাঁ করে তেড়ে আসা অজগরের খুলিতে। প্রবল সেই আঘাতে ছিটকে গেল অজগর। শরীরজুড়ে রক্তে মাখামাখি। নিস্তেজ হয়ে আসে তার শক্তি। অজগর প্রতিরোধহীন হয়ে পড়ে।

লড়াইয়ে ভয়াল চিতার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাওয়া ভয়ঙ্কর অজগর মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

অদ্ভুত এই বন্য দ্বন্দ্বের ছবি তুলেছেন ২৮ বছর বয়সী আলোকচিত্রী মাইক ওয়েলটন। পরবর্তী সময়ে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাসাইমারা অরণ্যের গভীরে তিনি পেলেন জীবন-সংগ্রামের কঠিন মুহূর্ত৷ এই লড়াইয়ে বিজয়ী চিতা চিবিয়ে খেয়েছে তার শিকার অজগরকে। নীরবে তারই সাক্ষী হয়ে রইলো মাইকের ক্যামেরা ও পশুপাখিরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫