Logo
×

Follow Us

অন্যান্য

রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১, ১৩:৫৯

রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও অন্য অঞ্চলে তা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া আরো কমতে পারে এরপরের তিনদিনের রাতের তাপমাত্রা। আজ সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অপরদিকে চলতি সপ্তাহের মাঝামাঝি সারাদেশে তাপমাত্রা কমতে পারে এবং শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলার বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ খেপুপাড়ায় ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে ও উত্তর-পশ্চিমাঞ্চলে দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকবে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে ও আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫