
কয়েকজন যুবক ব্যক্তিগত উদ্যেগে কোরবানির বর্জ্য অপসারণ করছেন।
আগামীকাল (২১ জুলাই) পবিত্র ঈদুল আযহা। এটি মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব। পবিত্র এই দিনে আল্লাহকে খুশি করার জন্য সামর্থ্যবান সকল মুসলিম তার প্রিয় বস্তু হিসেবে ছাগল, গরু, মহিষ, ভেড়া, উট কিংবা দুম্বা কোরবানি করে থাকেন।
বাংলাদেশের বিভিন্ন স্থানে ঈদ উপলক্ষে তাই আগামীকাল বুধবার পশু কোরবানি করা হবে।
প্রতিবছর পশু কোরবানির স্থানে এসব বর্জ্য জমে থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে দেখা যায়। সচেতনতা ও ব্যক্তিগত উদ্যেগ গ্রহণের মানসিকতার অভাবেই পশু কোরবানি করার পর কোরবানির স্থানের বর্জ্য সরিয়ে ফেলা হয় না। যা পরবর্তীতে দুর্গন্ধের সৃষ্টি করে। এমনও হয় পশু কোরবানি করার পর বর্জ্য রেখে চলে যায় যা আসলে অনুচিত।