নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৬:২৫ পিএম
আপডেট: ২৭ এপ্রিল ২০২২, ০৮:৫২ এএম
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০৬:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৭ এপ্রিল ২০২২, ০৮:৫২ এএম
আসন্ন ঈদুল ফিতরের দিন থেকে শুরু করে আগামী ৪ মে পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ২ মে থেকে সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। বৃষ্টিপাত বাড়বে উত্তরাঞ্চলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও।
আবহাওয়া অধিদপ্তরের এপ্রিল থেকে জুন পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের মে মাসের দেওয়া দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে এক থেকে দুইটি তীব্র তাপপ্রবাহ এবং অন্যস্থানে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত দুই থেকে তিনদিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় এবং অন্যস্থানে তিন থেকে চারদিন হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্র ঝড় হবার সম্ভাবনা রয়েছে।
বিষয় : ঈদুল ফিতর বৃষ্টি তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তর
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh