Logo
×

Follow Us

অন্যান্য

কালামাথা-বেনেবউ

Icon

কাজী সানজীদ

প্রকাশ: ১৩ জুন ২০২২, ১৪:৪৪

কালামাথা-বেনেবউ

কালামাথা-বেনেবউ। ছবি: সংগৃহীত

পাখিটি বাংলাদেশে বেশ কমন। নগর, বন্দর ও গ্রামে এদের সচরাচর দেখতে পাওয়া যায়। ইংরেজি নাম Black-hooded Oriole. অনেকে একে হলদে পাখি নামেও চেনে। 

কালামাথা-বেনেবউ আকৃতিতে শালিকের মতো। সারা শরীরে উজ্জ্বল হলদে রঙের পালক। মাথা, পাখা এবং লেজের মাঝখানে কালো। চোখ এবং ঠোঁট লাল। স্ত্রী পাখিটি অনুজ্জ্বল। এরা মধুর কণ্ঠে ডাকে। আকর্ষণীয় রূপের কারণে, যেকোনো মানুষ ওর দিকে তাকালে চট করে চোখ ফেরাতে পারবেন না। পাখিটিকে সাধারণত গাছে দেখা যায়। স্বভাবে কিছুটা চঞ্চল। এরা ফল ও পোকা খেয়ে থাকে। এপ্রিল-মে এদের প্রজননকাল। স্ত্রী পাখিটি ২-৫টি ডিম পাড়ে। ১২-১৫ দিন ডিমে তা দেওয়ার পর বাচ্চা ফুটে বের হয়।  

পাখিটির বিস্তৃতি দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায়। এই পাখিটি সংখ্যায় হ্রাস পাওয়ার লক্ষণ নেই। সে কারণে আইইউসিএন কালামাথা-বেনেবউ পাখিকে বিলুপ্তির হুমকিমুক্ত মনে করে।  


লেখক ও ছবি : কাজী সানজীদ

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫