Logo
×

Follow Us

অন্যান্য

চলতি মাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ১২:০৫

চলতি মাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা

স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আভাস। ফাইল ছবি

এ বছর বর্ষা মৌসুমে বৃষ্টি কম হলেও অক্টোবরে এসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আছে ঘূর্ণিঝড়ের শঙ্কাও।

এ দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত দুইদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চলা বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। প্রবণতা কমলেও আজও সারাদেশে বৃষ্টিপাতের কিছুটা আভাস রয়েছে।  

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বুধবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের দিকে এ প্রবণতা কমে যেতে পারে। বৃষ্টিপাতের কারণে এ ক'দিন দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলের দুই বিভাগ ও বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে না। এসব এলাকায় কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইছে।

অক্টোবরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া একটি থেকে দুটি লঘুচাপও হতে পারে। যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫