Logo
×

Follow Us

অন্যান্য

সারাদেশে বিরাজ করতে পারে শুষ্ক আবহাওয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ১৭:০৩

সারাদেশে বিরাজ করতে পারে শুষ্ক আবহাওয়া

দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ছবি- সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসের বুলেটিনে বলা হয়, দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বৃহস্পতিবারবার সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৮ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫