নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:৩৩ এএম
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩, ০৪:২৬ পিএম
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ১০:৩৩ এএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩, ০৪:২৬ পিএম
রাজধানী ঢাকায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। নগরবাসী রীতিমতো শীতে কাঁপছেন। ঢাকার ওপর দিয়ে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। ঢাকাসহ গোটা দেশই শৈত্যপ্রবাহে কাঁপছে।
আজ শনিবার (৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
শৈত্যপ্রবাহ আজকেও অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি জানান, ঢাকার পাশাপাশি নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়েও বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ।
তিনি আরো জানান, নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে সামান্য বৃদ্ধি পেতে পারে দিনের তাপমাত্রা। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে।
জানা গেছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টেকনাফে। ঢাকায় বাতাসের গতি ছিল উত্তর-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঢাকা আবহাওয়া শৈত্যপ্রবাহ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh