Logo
×

Follow Us

জলবায়ু পরিবর্তন

ঝড়-বৃষ্টি থাকতে পারে আরও ২-৩ দিন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১৮:৩৬

ঝড়-বৃষ্টি থাকতে পারে আরও ২-৩ দিন

রাজধানীতে বৃষ্টিপাত। ছবি: সাম্প্রতিক দেশকাল

ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলে চলমান প্রাক-মৌসুমি ঝড়-বৃষ্টি ও বজ্রপাত আরও দুই থেকে তিনদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যা আগামী ২১-২২ মার্চ পর্যন্ত চলতে পারে।

আজ রবিবার (১৯ মার্চ) সকালে কিশোরগঞ্জের নিকলীতে বছরের সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে গতকাল রাতে নেত্রকোনায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৪০ মিলিমিটার। এছাড়া বগুড়ায় ১৫ মিলিমিটার, দিনাজপুরে ১৮ মিলিমিটার, ময়মনসিংহে ২২ মিলিমিটার, তাড়াশে ১০ মিলিমিটার, রংপুরে ৭ মিলিমিটার এবং খেপুপাড়ায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

অধিদপ্তরের আজকের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আজ দেশের প্রায় অনেক এলাকায় বৃষ্টি হয়েছে। কোথাও হালকা আবার কোথাও মাঝারি। তবে রাতের মধ্যে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। 

তিনি আরও বলেন, আগামী ২ দিন এই ঝড়, বৃষ্টি, বজ্রপাত অব্যাহত থাকতে পারে। তবে ২১ মার্চ থেকে কমার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু তাপমাত্রা কমে এসেছে, তাই শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫