Logo
×

Follow Us

অন্যান্য

যেদিন থেকে গরম কমবে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১২:৫৭

যেদিন থেকে গরম কমবে

প্রতীকী ছবি

১৬ এপ্রিল পর্যন্ত সারা দেশের তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, দেশের দুই-এক জায়গায় ১৭ এপ্রিল বৃষ্টি হতে পারে।

আজ বুধবার (১২ এপ্রিল) আবহাওয়াবিদ ওমর ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, ১৬ এপ্রিল পর্যন্ত আবহাওয়া একই রকম থাকতে পারে। ১৭ এপ্রিল দুই-এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে এটি তাপমাত্রার ওপর তেমন প্রভাব ফেলবে না। তবে ২৪ এপ্রিল দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কমে আসতে পারে তাপমাত্রা।

একয়েক দিন ধরে সারা দেশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়েছে উঠেছে।

গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫