Logo
×

Follow Us

অন্যান্য

দেশের যেসব জেলায় তাপমাত্রা বাড়বে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১৫:০৫

দেশের যেসব জেলায় তাপমাত্রা বাড়বে

আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

দেশের চার বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এর সঙ্গে বেশ কিছু জেলা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। আজ সোমবার (১৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‌‘মোখা’ গতকাল রবিবার (১৪ মে) সন্ধ্যায় কক্সবাজার ও মায়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সোমবার সকালে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।

এ অবস্থায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর বিভাগসহ রাজশাহী, নওগা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদুতাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫