Logo
×

Follow Us

অন্যান্য

তাপমাত্রা নিয়ে যে সুখবর দিলো আবহাওয়া অফিস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৭

তাপমাত্রা নিয়ে যে সুখবর দিলো আবহাওয়া অফিস

আবহাওয়া ভবন। ফাইল ছবি

কমতে শুরু করেছে শীতের প্রভাব। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে জানানো হয়, এই ৬ ঘণ্টায় ঢাকা ও পাশ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামন্য বাড়তে পারে।

উল্লেখ্য, সোমবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রবিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫