অসিন

English name: Potka Siris Tree
Scientifc name: Albizia lucidior Nielsen

পরিচিতি

বনজবৃক্ষ, মাঝারি উচ্চতা, ১০-১৫ মিটার পর্যন্ত উঁচু। যৌগিকপত্র, পত্রাক্ষ প্রায় ১০ সেন্টিমিটার। পাতা উপবৃত্তীয়-ডিম্বাকার, ৫-৭ সেন্টিমিটার। ফুল সাদা থেকে হলুদাভ-সাদা, মঞ্জরীতে গুচ্ছবদ্ধভাবে সংযুক্ত। ফলাধার চ্যাপ্টা, প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা এবং ৪ সেন্টিমিটার চওড়া। বীজ বর্তুলাকার, উভয় পৃষ্ঠ উত্তল। ফলাধারপ্রতি ৬-৮টি বীজ থাকে। ফুল-ফল ধারণ: এপ্রিল-অক্টোবর।

আবাসস্থল

চিরসবুজ থেকে পাতাঝরা বনাঞ্চল । 

অভ্যন্তরীণ বিস্তৃতি

যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে দেখা যায়। 

বহির্বিশ্বে বিস্তৃতি

আদিনিবাস হিমালয়ের ছোট ছোট পাহাড়ি এলাকা। বর্তমানে হিমালয় পাদদেশ সংলগ্ন দক্ষিণ-পূর্বাঞ্চলের দেশসমূহে বিস্তৃত।  

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ

মূল্যবান কাঠের গাছ, কাঠ খুব শক্ত। আসবাবপত্র ও কাঠের অবকাঠামো নির্মাণ করা হয়। কোনো কোনো দেশে রেশম পোকার পোষক উদ্ভিদ হিসেবে চাষ করা হয়।

বংশবিস্তার

বীজ দ্বারা।

বর্তমান অবস্থা

দুর্লভ প্রজাতির বৃক্ষ।

সংরক্ষণ প্রস্তাবনা

প্রজাতিটির সংখ্যাবৃদ্ধি প্রয়োজন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh