Logo
×

Follow Us

অন্যান্য

আতমোড়া

Icon

ড. আখতারুজ্জামান চৌধুরী

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ১০:৫১

আতমোড়া

আতমোড়া বৃক্ষ। ছবি: সংগৃহীত

আতমোড়া গাছের ইংরেজি নাম- Screw Tree। বৈজ্ঞানিক নাম Helicteres isora L.

পরিচিতি

গুল্ম থেকে ছোট বৃক্ষ, ৩-৫ মিটার উঁচু, সকল অংশ রোমযুক্ত। পাতা সরল, ১৫ সেন্টিমিটার লম্বা এবং ১০ সেন্টিমিটার চওড়া, উপ-বৃত্তাকার। ফুল ৪-৫ সেন্টিমিটার লম্বা একক বা গুচ্ছবদ্ধ, কমলা-লাল। ফল স্ক্রুর প্যাঁচের মতো সর্পিলাকারে পাকানো। বীজ ক্ষুদ্রাকৃতির, অসংখ্য। ফুল-ফল ধারণ: এপ্রিল-ডিসেম্বর।

আবাসস্থল
মিশ্র পর্ণমোচী বনাঞ্চল।

আভ্যন্তরীণ বিস্তৃতি
চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইল জেলায় বিস্তৃত।

বহির্বিশ্বে বিস্তৃতি
ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহ ও অস্ট্রেলিয়া। 

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ
আতমোড়া ভেষজ উদ্ভিদ। বাকল উদরাময়, আমাশয় এবং ফল গ্যাসট্রিক ও আন্ত্রিকের অস্বাভাবিকতা নিরাময়ে ব্যবহৃত হয়।

বংশবিস্তার
বীজ দ্বারা।

বর্তমান অবস্থা
বিরল ও  সংকটাপন্ন প্রজাতি।

সংরক্ষণ প্রস্তাবনা
বিস্তৃতি অঞ্চল ও বিস্তৃতি অঞ্চলের বাইরে সংরক্ষণ প্রয়োজন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫