Logo
×

Follow Us

অন্যান্য

১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, চলতে পারে আজও

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:৩২

১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, চলতে পারে আজও

প্রতীকী ছবি।

গত কয়েকদির ধরে মাঝদুপুরে রোদের উঁকিঝুঁকি বেড়েছে। কুয়াশার দাপটও একটু কম। টানা চার দিনের তীব্র শীতের কষ্ট অন্তত দিনের বেলা কিছুটা কমেছে। তবে বিকেলের পর থেকে শীতের দাপট খুব একটা কমেনি। গতকাল শুক্রবারও দেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় কনকনে শীতের বাতাস ছিল। মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে সেটি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। তবে এই সময়ের মধ্যে রাত-দিনের তাপমাত্রা সামান্য পরিমাণ বাড়তে পারে।

আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস বলছে, আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে শীতের বাতাস তীব্র থাকতে পারে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ওই ১০ জেলাসহ বিভিন্ন স্থানে। সামগ্রিকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দিনের রোদের দাপটও বাড়তে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ তাপমাত্রা কিছুটা কমলেও শীত বেশি থাকতে পারে। আজ সকাল ও রাতে কুয়াশা বেড়ে যেতে পারে। এতে কোথাও কোথাও রোদ বাড়লেও শীতের অনুভূতি বেশি থাকতে পারে। কুয়াশার দাপটে আজ বিকেল থেকে স্থল, নৌ ও আকাশপথে যান চলাচল ব্যাহত হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ জেবুন্নেছা প্রথম আলোকে বলেন, আজও দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ চলার পর আগামীকাল রবিবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। এতে আগামী কয়েক দিন শীত কমতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫