বনজ বৃক্ষ কস্তুরি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের কিছু জায়গাতে এই উদ্ভিদের দেখা পাওয়া যায়।
পরিচিতি: ভেষজ ও বনজ বৃক্ষ। মাঝারি উচ্চতার, ২০-২৫ মিটার। কাণ্ড খাটো, উপরের অংশ ঝোপাকৃতি। আয়তাকার পাতা ১৫-২০ মিটার লম্বা এবং ৪-৮ সেন্টিমিটার চওড়া, অগ্রভাগ গোলীয়, কচি অবস্থায় লালচে, পরবর্তীতে সবুজ, লম্বালম্বি তিনটি গাঢ় শিরা সুস্পষ্ট। মঞ্জরি গুচ্ছবদ্ধ, ফুল প্রায় ৩ সেন্টিমিটার, সবুজাভ, ভেতরে হলুদ। ফল কালো, রসালো।
ফুল-ফল ধারণ: জানুয়ারি-ফেব্রুয়ারি।
আবাসস্থল: চিরসবুজ বনাঞ্চল।
অভ্যন্তরীণ বিস্তৃতি: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলায় পাওয়া যায়।
বহির্বিশ্বে বিস্তৃতি: ভারত, মায়ানমারসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহে বিস্তৃত।
গুরুত্ব ও ঔষধি গুণাগুণ: বীজ চূর্ণ, আমাশয়, সর্দি-কাশি ও জ্বর চিকিৎসায় ব্যবহৃত হয়।
বংশবিস্তার: বীজ ও কলমের দ্বারা।
বর্তমান অবস্থা: বিপন্ন প্রজাতি।
সংরক্ষণ প্রস্তাবনা: বিস্তৃতি অঞ্চল ও বিস্তৃতি অঞ্চলের বাইরে সংরক্ষণ অতি প্রয়োজন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh