কাঠ বৃক্ষ কাওয়াঠুটি

কাঠ বৃক্ষ কাওয়াঠুটি। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে এই প্রজাতির বৃক্ষ দেখা যায়।

পরিচিতি: মাঝারি আকারের বৃক্ষ, ১০-১৫ মিটার উঁচু। পাতা ডিম্বীয়-গোলাকার, প্রান্ত ঢেউ খেলানো, আকারে বড়। ফুলের কলি কাকের ঠোঁটের মতো বাঁকানো, দলমণ্ডল ৫ পাপড়িবিশিষ্ট, পরস্পর যুক্ত, নলাকার, হলুদাভ-সাদা। ফল ক্যাপসিউল সর্পিল, অতি সরু, লম্বা, বক্র প্রায় ৫০ সেন্টিমিটার এবং ২ মিলিমিটার ব্যাসযুক্ত। বীজ চাপা, ২-৩ মিলিমিটার। 

ফুল-ফল ধারণ: এপ্রিল-নভেম্বর।

আবাসস্থল: সবুজ ও অর্ধ-সবুজ বনাঞ্চল।

বহির্বিশ্বে বিস্তৃতি: ভারত, ইন্দোচীন ও থাইল্যান্ডে বিস্তৃত।

অভ্যন্তরীণ বিস্তৃতি: ঢাকার মিরপুর বোটানিক্যাল গার্ডেন, সিলেট ও চট্টগ্রাম জেলা।

গুরুত্ব ও ঔষধি গুণাগুণ: কাঠ, আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। পাতা থেকে লিগনিন, ফিনাইল প্রোপানয়েড ও নানা ধরনের গ্লাইকোসাইড সংশ্লেষণ করা হয়েছে।

বংশবিস্তার: বীজ দ্বারা।

বর্তমান অবস্থা: বিরল প্রজাতি।

সংরক্ষণ প্রস্তাবনা: শোভাবর্ধক উদ্ভিদ ও ভেষজ গুণাগুণের জন্য বিস্তার প্রয়োজন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh