
কোকা-কোলা। ছবি: সংগৃহীত
ইসরায়েলকে সমর্থন দেওয়ায় বিশ্বখ্যাত কোম্পানি কোকা-কোলা এবং নেসলের পণ্য নিষিদ্ধ করা হয়েছে তুরস্কে। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে পশ্চিমা পণ্য নিষিদ্ধের তথ্য জানায় দেশটির সংসদ।
এতে বলা হয়েছে, ‘যেসব কোম্পানি ইসরায়েলকে সমর্থন দেয় সেসব কোম্পানির পণ্য তুরস্কের সংসদ এলাকার রেস্টুরেন্ট, ক্যাফেটরিয়া এবং চায়ের দোকানগুলোতে বিক্রি করা হবে না।’
সংসদের স্পিকার নুমান কুর্তুলমুস এ সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে নিষিদ্ধ কোম্পানিগুলোর নাম উল্লেখ করা হয়নি।
তবে তুরস্কের সংসদের একটি সূত্র জানিয়েছে, কোকা-কোলা এবং নেসলের পণ্য সরিয়ে ফেলা হয়েছে। সাধারণ মানুষ এবং অধিকার কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতেই মূলত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রটি বলেছে, সংসদ স্পিকারের কার্যালয় জনরোষের প্রতি উদাসীন থাকেনি। সংসদের ক্যাফে এবং রেস্তোরাঁ-গুলোর মেনু থেকে এসব প্রতিষ্ঠানের পণ্য সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গাজায় অমানবিক হামলা শুরুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে—ইসরায়েলি এবং ইসরায়েলকে সমর্থন দেয়—এমন পশ্চিমা কোম্পানির পণ্য বর্জনের আহ্বান জানিয়ে আসছেন অনেকে। সেই আহ্বানের অংশ হিসেবেই তুরস্কের সংসদ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক দিনগুলিতে তুর্কি অ্যাক্টিভিস্টরা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে উভয় সংস্থার নাম উল্লেখ করেছে। একই সঙ্গে পশ্চিমা সংস্থাগুলোকে তাঁরা ইসরায়েলকে সমর্থক হিসাবে গণ্য করে আসছে।
তুরস্কের সরকার গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ এবং জেরুজালেমের প্রতি পশ্চিমা সমর্থনের তীব্র সমালোচনা করেছে। এক মাস আগে দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় বোমাবর্ষণ করেছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের হামলায় প্রায় ৪ হাজার ১০০ শিশুসহ প্রায় ১০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।_ ফার্স্টপোস্ট