Logo
×

Follow Us

ইউরোপ

ব্রেক্সিটের সময় বাড়াতে ইইউকে সই ছাড়া চিঠি জনসনের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ১১:১৬

ব্রেক্সিটের সময় বাড়াতে ইইউকে সই ছাড়া চিঠি জনসনের

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) আরো পিছিয়ে দেয়ার অনুরোধ জানিয়ে স্বাক্ষরবিহীন একটি চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

পাশাপাশি নিজের সই করা আরেকটি চিঠিতে তিনি লিখেছেন, ব্রেক্সিট পিছিয়ে দেয়া হবে একটি ভুল পদক্ষেপ।

ইইউয়ের সঙ্গে সম্পাদিত নতুন ব্রেক্সিট চুক্তি অনুমোদন প্রশ্নে গতকাল শনিবার ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি হয়নি। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা অলিভার লেটইনের আনা একটি সংশোধনী প্রস্তাবে পার্লামেন্ট সায় দেয়ায় আটকে গেছে ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটাভুটি।

বরিস জনসন এর আগে বহু বার বলেছেন, ৩১ অক্টোবর যেকোনো মূল্যে ইইউ ছাড়বে ব্রিটেন, চুক্তি হোক চাই না-ই হোক। 

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে জনসন মোট তিনটি চিঠি পাঠিয়েছেন বলে ব্রিটিশ সরকারের একটি সূত্র জানিয়েছে। 

টাস্ক টুইটে জানিয়েছেন, তিনি চিঠি পেয়েছেন। কীভাবে জবাব দেওয়া হবে, সেটি নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। -রয়টার্স

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫