নাভালনি কাণ্ডে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইইউ’র নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ১১:১৯

কাঁচের দেয়ালে বন্দি আলেক্সেই নাভালনি ছবি : রয়টার্স
রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার ঘটনায় ব্যাপক চাপের মধ্যে ছিল দেশটির সরকার। এবার দেওয়া হলো নতুন নিষেধাজ্ঞা। মঙ্গলবার (২ মার্চ) দেশটির ওপর সমন্বিত নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে নার্ভ এজেন্ট ব্যবহার করে হত্যাচেষ্টার জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। এর আওতায় সাত শীর্ষ রুশ আমলার ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি ‘ফ্রিজ’ করা হবে। এ ছাড়া, রুশ জৈবিক ও রাসায়নিক হাতিয়ার তৈরির প্রকল্পের সঙ্গে জড়িত ১৩টি সংস্থার ওপর আর্থিক নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। মস্কোর বিরুদ্ধে জো বাইডেন প্রশাসনের এটিই প্রথম কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে মার্কিন কর্মর্কতারা জানিয়েছেন, এ তালিকার কয়েকটি নাম এর আগে ইইউর নিষেধাজ্ঞায়ও এসেছিল। নাভালনি সমর্থকদের পক্ষ থেকেও তাদের ব্যাপারে আপত্তি এসেছিল।
নাভালনির ঘটনায় নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আগেই আঁচ করতে পেরেছিল মস্কো। সোমবার (১ মার্চ) এ নিয়ে কথা বলেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেন, নাভালনিকে কেন্দ্র করে যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে রুশ সরকারও পাল্টা ব্যবস্থা নেবে। তবে সবকিছুই নির্ভর করছে তাদের পদক্ষেপের ধরনের ওপর।
পরিস্থিতি পর্যালোচনা করেই মস্কো প্রতিক্রিয়া দেখাবে বলে জানান সের্গেই রিয়াবকভ। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি পেসকভ বলেন, নাভালনির ঘটনায় যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন নিষেধাজ্ঞা লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। এটি কেবল এরইমধ্যে অবনতি হওয়া সম্পর্কের আরও অবনতি ঘটাবে।
গত ১৭ জানুয়ারি সুস্থ হয়ে বার্লিন থেকে মস্কো ফিরতেই গ্রেফতার করা হয় নাভালনিকে। গত বছর তাকে বিষ প্রয়োগে হত্যাচেষ্টা করা হয়েছিল। এই ষড়যন্ত্রের জন্য তিনি পুতিনকে দায়ী করেছিলেন। তবে ক্রেমলিন এমন দাবি উড়িয়ে দিয়েছিল।
উল্লেখ্য, আগস্টের ২০ তারিখ সাইবেরিয়ার টমস্ক থেকে বিমানে মস্কো ফিরছিলেন নাভালনি। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। উপায় না দেখে ওমস্ক শহরে বিমানের জরুরি অবতরণ করিয়ে শুরু হয় চিকিৎসা। নাভালনি ঘনিষ্ঠদের প্রাথমিক ধারণা, টমস্ক বিমানবন্দরে তার চায়ে বিষ মেশানো হয়েছে। চিকিৎসকরা জানান, নাভালনির স্নায়ুতন্ত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। সেটি বিষের প্রভাবে বলেই ধারণা করা হচ্ছিল। এরপর নাভালনির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকায় জার্মানির বার্লিনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষানিরীক্ষার পর বিষ প্রয়োগের ব্যাপারটি নিশ্চিত করেন। তারপর সুইডেন ও ফ্রান্সের গবেষণাগারও জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর বিরোধী নাভালনির ওপর ভয়াবহ নার্ভ এজেন্ট নভিচক প্রয়োগ করা হয়েছিল।