Logo
×

Follow Us

ইউরোপ

নিষেধাজ্ঞার ধাক্কায় রাশিয়ান মুদ্রার রেকর্ড দরপতন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৬

নিষেধাজ্ঞার ধাক্কায় রাশিয়ান মুদ্রার রেকর্ড দরপতন

ইউক্রেনে আক্রমণের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে রাশিয়ার অর্থনীতিতে। বৈশ্বিক ব্যাংকিং পেমেন্ট সিস্টেম সুইফট থেকে বাদ পড়ার পরপরই দেশটির মুদ্রা রুবলের রেকর্ড দরপতন হয়েছে। আর সেই ধাক্কা সামলাতে সুদের হার দ্বিগুণেরও বেশি বাড়াতে বাধ্য হয়েছে রুশ কেন্দ্রীয় ব্যাংক।

গত রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রধান কয়েকটি ব্যাংককে সুইফট গ্লোবাল ব্যাংক পেমেন্ট সিস্টেম থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় পশ্চিমা দেশগুলো। এর পরপরই বড় ধরণের দরপতণের মুখে পড়ে রুবল।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রুবলের ব্যাপক দরপতন ঘটে। এদিন মার্কিন ডলারের বিপরীতে একপর্যায়ে এর দর নেমে গিয়েছিল ১১৯ রুবলে। অবশ্য ইউক্রেন আক্রমণের দিন থেকেই রুবলের দরপতন শুরু হয়েছিল বলা যায়। গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে এর দর ৮৪ থেকে একলাফে ১০৫ দশমিক ২৭-এ নেমে গিয়েছিল।

অর্থনীতির ওপর এই চাপ ঠেকাতে সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। তারা জানিয়েছে, রুবলের দরপতন ও উচ্চ মুদ্রাস্ফীতির ঝুঁকি মোকাবিলায় সুদের হার সাড়ে ৯ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়েছে।

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর ক্রমেই আন্তর্জাতিক চাপ বাড়ছে। এরই মধ্যে মস্কোর ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও কানাডা। এই দলে নাম লিখিয়েছে এশিয়ার জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরও।

রুশ ফ্লাইটের জন্য ইউরোপের আকাশসীমা নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন দেশে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক রুশ গণমাধ্যম।

সুইফট ব্যাংকিং সিস্টেম থেকে বাদ পড়ায় আর বৈদেশিক রিজার্ভে হাত দিতে পারছে না রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। একই নিষেধাজ্ঞায় গুরুত্বপূর্ণ অন্য রুশ ব্যাংকগুলোতেও আন্তর্জাতিক লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে।

এ অবস্থায় ব্যাংক অব রাশিয়া ও রুশ অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের বৈদেশিক মুদ্রায় আয়ের ৮০ শতাংশ বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫