Logo
×

Follow Us

ইউরোপ

এবার নেদারল্যান্ডসে গ্যাস বন্ধ করলো রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২২, ০৮:৩৭

এবার নেদারল্যান্ডসে গ্যাস বন্ধ করলো রাশিয়া

রাশিয়ার একটি গ্যাসক্ষেত্র। ছবি: টুইটার

রাশিয়ার মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধ করতে অস্বীকৃতি জানানোয় নেদারল্যান্ডসে আজ মঙ্গলবার (৩১ মে) থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়ার জ্বালানিবিষয়ক সরকারি প্রতিষ্ঠান গ্যাজপ্রম।

নেদারল্যান্ডসের গ্যাস কোম্পানি গ্যাসতারা এ খবর নিশ্চিত করেছে।

এর আগে পোল্যান্ড, বুলগেরিয়া এবং ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।

গ্যাসতারার পক্ষ থেকে বলা হয়েছে, অক্টোবর পর্যন্ত রাশিয়ার কাছ থেকে আরো দুই বিলিয়ন কিউবিক মিটার গ্যাস পাওয়ার কথা ছিল নেদারল্যান্ডসের। এখন অন্য সূত্র থেকে এ গ্যাস পাওয়ার জন্য চেষ্টা করছে তারা।

সংস্থাটি বলছে, রাশিয়া রুবলে গ্যাসের মূল দেওয়ার যে দাবি জানিয়েছে সেটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা ভঙ্গ করতে পারে। তাছাড়া যে পথে মূল্য দেওয়ার দাবি করা হয়েছে সেটিতে অর্থনৈতিক ও প্রয়োগগত ঝুঁকি আছে। - সূত্র: আল-জাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫