
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
করোনাকালে লকডাউনের বিধি ভেঙে পার্টি করার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট হতে যাচ্ছে।
আজ সোমবার (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ভোট অনুষ্ঠিত হবে।
কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাজ্যে জারি করা প্রথম লকডাউনের সময় ওই পার্টির আয়োজন করেন জনসন। যদিও ওই ঘটনায় ক্ষমাও চেয়েছেন প্রধানমন্ত্রী বরিস। তবে তার বিরুদ্ধে নিজ দল কনজারভেটিভ পার্টির ৫৪ জন এমপি অনাস্থা ভোটের আবেদন করে চিঠি দিয়েছেন। ভোটে হেরে গেলেই, প্রধানমন্ত্রিত্ব থেকে বিদায় নিতে হবে।
ক্ষমতা থেকে সরাতে হলে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠ ১৮০ জন আইনপ্রণেতাকে বরিস জনসনের বিরুদ্ধে ভোট দিতে হবে। ডাউনিং স্ট্রিট নং ১০ জানিয়েছে, ভোট আয়োজনকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার বেশির ভাগ সদস্যই জানিয়েছেন তারা বরিসের পক্ষে আছেন। এখন পর্যন্ত নিজ দলের ১৮ আইনপ্রণেতা প্রকাশ্যে প্রধানমন্ত্রী জনসনের পক্ষে আছেন বলে ঘোষণা দিয়েছেন। তবে লেবার পার্টির স্যার কেইর স্টারমার বিপক্ষে ভোট দিবেন বলে জানা গেছে।
করোনায় ব্রিটেনজুড়ে যখন লকডাউন চলছিল ও গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, তখন পার্টির আয়োজন করেন তিনি। মদ্যপানের পার্টির ঘটনা জনসন সরকারের জন্য কেলাঙ্কারির জন্ম দেয়। সমালোচনার ঝড় বয়ে যায় দেশজুড়ে।