Logo
×

Follow Us

ইউরোপ

বাইডেনকে স্বীকৃতি না দেয়ার কারণ জানালেন পুতিন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ২৩:২১

বাইডেনকে স্বীকৃতি না দেয়ার কারণ জানালেন পুতিন

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এখনো অভিনন্দন না জানানোর কারণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাইডেন বিজয়ী হওয়ার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও নির্বাচন নিয়ে নীরব ভূমিকা পালন করছে বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ রাশিয়া।

ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়, রবিবার (২২ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিন বলেছেন, ট্রাম্প এখনো বাইডেনকে বিজয়ী হওয়ার স্বীকৃতি দেননি। বিরোধীরা তার জয়ের ব্যাপারে বৈধতা না দেয় আমরা এখনো প্রস্তুত নই। বিরোধীপক্ষ তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি, তার জয়ের বিষয়টি স্বীকার করেনি।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের আস্থা রয়েছে এমন যে কারো সাথে আমরা কাজ করব। কিন্তু সেই বিশ্বাস কেবল এমন প্রার্থীর ওপরই রাখা যায় যার বিজয় বিরোধীপক্ষ দ্বারা স্বীকৃত হয়েছে অথবা নির্বাচনের ফলাফল বৈধ এবং আইনি উপায়ে নিশ্চিত হওয়ার পর।

তিনি বলেন, বাইডেনকে অভিনন্দন না জানানোর সিদ্ধান্তটি একটি আনুষ্ঠানিকতা, এর পেছনে অন্য কোনো সুপ্ত উদ্দেশ্য নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫