Logo
×

Follow Us

আন্তর্জাতিক

জনসনের এক ডোজের টিকার অনুমোদন ব্রিটেনে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ মে ২০২১, ১৮:৫৭

জনসনের এক ডোজের টিকার অনুমোদন ব্রিটেনে

প্রতীকী ছবি।

জনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের করোনা টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। দেশটির ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ শুক্রবার এ অনুমোদন দেয়।

খবর ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বলছে, চূড়ান্ত ট্রায়াল অনুযায়ী মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে এই টিকা ৬৬ শতাংশ কার্যকর।

মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদনকে স্বাগত জানিয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, যুক্তরাজ্যের ব্যাপক সফল টিকাদান কর্মসূচি এতে করে আরও বেগবান হবে। মানুষকে দেয়ার জন্য আমাদের হাতে এখন চারটি টিকা রয়েছে।

তিনি বলেন, জনসনের টিকা এক ডোজের। সবাইকে টিকা দেয়ার বিষয়টি নিশ্চিত করতে আমরা টিকাদান কর্মসূচির গতি এখন দ্বিগুণ করার যে পদক্ষেপ নিয়েছে, আগামী মাসগুলোতে এক ডোজের এই টিকা আমাদের সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনসন অ্যান্ড জনসনের টিকাটির সম্ভাব্য নাম ‘জ্যানসেন’। অন্য টিকা দুই ডোজ প্রয়োজন হলেও জনসন অ্যান্ড জনসনের টিকার মাত্র এক ডোজ প্রয়োজন হবে। বিশেষজ্ঞরা বলছেন, এক ডোজের টিকা হিসেবে এর কার্যকারিতা খারাপ নয়।

জনসনের টিকা তৈরিতে মানুষের কাছ থেকে পাওয়া অ্যাডেনোভাইরাস ব্যবহার করা হয়েছে। ফাইজার–বায়োএনটেক ও মডার্নার তৈরি করোনা টিকায় ব্যবহার করা হয়েছে এমআরএনএ প্রযুক্তি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫