রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সম্মান করা উচিত বলে মন্তব্য করার পর জার্মানির নৌবাহিনীর প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
গতকাল শনিবার (২২ জানুয়ারি) এক বিবৃতিতে ভাইস অ্যাডমিরাল কেই-আখিম শোনবাক বলেন, প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যাম্বব্রেক্টকে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার কথা বলেছি। মন্ত্রী আমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
গত শুক্রবার (২১ জানুয়ারি) ভারতে একটি গবেষণা প্রতিষ্ঠানের এক আলোচনায় শোনবাক বলেছিলেন, পুতিন সম্মান পাওয়ার যোগ্য এবং ক্রিমিয়াকে কখনও উদ্ধার করতে পারবে না ইউক্রেন।
তার এই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে জার্মানিসহ পশ্চিমা জগতে সমালোচনা সৃষ্টি হয়।
জার্মান নৌবাহিনীর প্রধান রাশিয়াকে প্রাচীন ও গুরুত্বপূর্ণ দেশ বলেও উল্লেখ করে বলেন, ক্রিমিয়া উপদ্বীপ হাতছাড়া হয়েছে। এটি আর কখনও ফিরে আসবে না- এটিই বাস্তবতা।
অ্যাডমিরাল শোনবাক এমন বক্তব্য দিলেও জার্মানিসহ পশ্চিমা দেশগুলো মনে করে, রাশিয়া নিজেই ক্রিমিয়া উপদ্বীপকে দখল করেছে।
২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয় এবং রাশিয়া ফেডারেশনে যোগ দেয়।
পদত্যাগ করার বিষয়ে শোনবাক বলেন, আমি মনে করি জার্মান নৌবাহিনী, সামরিক বাহিনী সর্বোপরি জার্মান সরকারের আরও ক্ষতি ঠেকাতে এটি জরুরি ছিল। -পার্সটুডে
বিষয় : জার্মানি নৌবাহিনী প্রধান রাশিয়া
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh