Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ জুন ২০২২, ২২:৩৫

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

বরিস জনসন ও ভলোদিমির জেলেনস্কি। ছবি- বিবিসি

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অঘোষিত সফরে ইউক্রেন গেছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য আজ শুক্রবার (১৭ জুন) এ সফরে যান তিনি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

আজ শুক্রবার (১৭ জুন) টুইটারে দেওয়া এক পোস্টে নিজের অঘোষিত ইউক্রেন সফরের কথা জানান বরিস জনসন। জেলেনস্কির সঙ্গে নিজের একটি ছবি জুড়ে দিয়ে জনসন লিখেছেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, ভলোদিমির। ফের কিয়েভে এসে ভালো লাগলো।’

বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এ নিয়ে দ্বিতীয় বারের মতো দেশটি সফরে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুদ্ধ শুরুর পর কোনও বিদেশি নেতা হিসেবে তিনিই প্রথম দেশটি সফর করেন।

নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে জনসনকে স্বাগত জানিয়ে একটি বার্তা পোস্ট করেছেন জেলেনস্কি। এতে তিনি লিখেছেন, ইউক্রেনের প্রতি গ্রেট ব্রিটেনের সমর্থন অনেক জোরালো। সেটি প্রমাণিত হয়েছে। আমাদের দেশের মহান বন্ধু বরিস জনসনকে আবারও কিয়েভে দেখতে পেয়ে উচ্ছ্বসিত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫