Logo
×

Follow Us

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার গোলাবারুদ কিনছে রাশিয়া

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৮

উত্তর কোরিয়ার গোলাবারুদ কিনছে রাশিয়া

ছবি- সংগৃহীত

উত্তর কোরিয়ার কাছ থেকে আর্টিলারি শেল ও গোলাবারুদ কিনছে রাশিয়া। এছাড়া ইরানের ড্রোনও ব্যবহার করছে ক্রেমলিন।

মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে এসব তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। 

কর্মকর্তারা বলেন, এই দুই দেশের কাছ থেকে অস্ত্র কেনা মানে এটাই বোঝায় যে পশ্চিমা নিষেধাজ্ঞা কাজ করছে। এ কারণে ইউক্রেনে আক্রমণের সক্ষমতাও কমেছে ক্রেমলিনের।

গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) টাইমসের প্রতিবেদনে বলা হয়, মস্কো কী কিনেছিল সম্প্রতি প্রকাশিত ওই গোয়েন্দা প্রতিবেদনে বিস্তারিত বিবরণ বলা হয়নি। তবে অস্ত্রগুলোর মধ্যে আর্টিলারি শেল ও রকেট অন্তর্ভুক্ত রয়েছে। রাশিয়া এই ধরনের সরঞ্জাম আরো কিনবে বলে ধারণা করা হচ্ছে।

গত আগস্টে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানের তৈরি ড্রোন ব্যবহারে রাশিয়া অনেক ব্যর্থতার সম্মুখীন হয়েছে। তারপরও কয়েক শত মোহাজের-৬ ও শাহেদ-সিরিজের মানুষবিহীন যান (ইউএভি) কেনার পরিকল্পনা করেছে মস্কো।

সম্প্রতি রাশিয়ার দখলে থাকা খেরসনসহ নিজেদের বেশ কয়েকটি স্থানে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। এর মধ্যে কামান ও গোলাবারুদ মজুত রয়েছে এমন স্থানও রয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞার কারণে ইউক্রেনে ধ্বংস হওয়া যানবাহন ও অস্ত্রের ঘাটতি পূরণের ক্ষমতা সীমিত হয়ে গিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫