রাশিয়ার ৮০টি কোম্পানির ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করছে জাপান। আজ শুক্রবার (২৬ মে) এ কথা জানিয়েছে জাপান সরকার।
নিষেধাজ্ঞার আওতায় আসা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, রাশিয়ান মোবাইল ফোন অপারেটর মেগাফোন, ফেডারেল সার্ভিস অফ মিলিটারি-টেকনিক্যাল কো-অপারেশন, রাশিয়ান ফাউন্ডেশন ফর অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস ইন দ্য ডিফেন্স ইন্ডাস্ট্রি, এনপিও লাভোচকিন ডিজাইন ব্যুরো, কামাজ ট্রাক মেকার, স্কোলকোভো ফাউন্ডেশন এবং স্কোলকোভো বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট।
জাপান সরকার বলেছে, এছাড়াও তারা শিগগিরই রাশিয়ার এমন কিছু নিষিদ্ধ করবে, যা দেশটির শিল্পের প্রসারে সহায়তা করে। তবে তাদের এসব পণ্যের তালিকা পরে তৈরি করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh