ইসরায়েলি ৪ নারী সেনাকে দ্বিতীয় দফায় মুক্তি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পেলেন তারা।
শনিবার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় ১১টার দিকে গাজার প্যালেস্টাইন স্কয়ারে ইসরায়েলি ৪ নারী জিম্মিকে নিয়ে আসা হয়। রেড ক্রসের কাছে হস্তান্তরের আগে সেখানে এক মঞ্চে তোলা হয় তাদের। এ সময় তাদের বেশ হাসিখুশি দেখা যায়। মঞ্চে তাদের পাশে হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র যোদ্ধাদেরও দেখা গেছে।
পরে হামাস ও রেড ক্রসের মধ্যে কাগজপত্র স্বাক্ষর হওয়ার পর রেড ক্রসের গাড়ি ওই জিম্মিদের নিয়ে ইসরায়েলের পথে রওনা হয়।
এই জিম্মি মুক্তির আগে হামাস শনিবার ছাড়া পেতে যাওয়া ২০০ ফিলিস্তিনি বন্দির নাম-পরিচয়ও প্রকাশ করে। এদের মধ্যে ৬৯ বছর বয়সী এক ব্যক্তি যেমন আছেন, তেমনি আছে ১৫ বছর বয়সীও।ৃ
শনিবার হামাস যে ৪ নারী সেনাকে ছেড়ে দিয়েছে, তারা হলেন- কারিনা আরিয়েভ, ডেনিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিলি অ্যালবাগ। তাদেরকে ইসরায়েল-গাজা সীমান্তের এক সামরিক ঘাঁটি থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর তুলে নিয়েছিল হামাস।
সেদিনের হামলার প্রেক্ষিতে ইসরায়েল গাজায় সর্বাত্মক যুদ্ধে নামে। তাদের সাঁড়াশি হামলায় ১৫ মাসে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
পরে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় এ মাসে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তার প্রেক্ষিতে গত সপ্তাহে প্রথম তিন নারী জিম্মিকে ছাড়ে হামাস।
দ্বিতীয় দফায় চার জিম্মিকে ছেড়ে দেওয়ার সময় শনিবার সকাল থেকেই প্যালেস্টাইন স্কয়ারে উচ্ছ্বসিত হাজারো মানুষের উপস্থিতি দেখা গেছে। একই সময়ে তেল আবিবেও জিম্মিদের আত্মীয় স্বজন ও বন্ধুরা ভিড় করেন। পরে এক বিবৃতিতে ইসরায়েলের সেনারা জানায়, তারা মুক্তিপ্রাপ্ত ৪ সেনাকে হাতে পেয়েছে।
“ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের পর তাদেরকে প্রাথমিক মেডিকেল পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে,” বলেছে তারা।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ছয় সপ্তাহব্যাপী প্রথম ধাপে হামাস মোট ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। এর মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহার করা হবে এবং গাজায় মানবিক সাহায্য ঢুকবে।
প্রথম ধাপ চলাকালেই দ্বিতীয় পর্যায়ের শর্ত নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা শুরু হওয়ার কথা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh