সুইডেনে শিক্ষাকেন্দ্রে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ৫

সুইডেনের মধ্যাঞ্চলে ওরেব্রো শহরের শিক্ষাকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। শহরটি রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে। 

পুলিশ বলছে, গুলির ঘটনার পর ‘বিপদ এখনো শেষ হয়নি।’ লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকার জন্য সতর্কও করেছে তারা। আহত ব্যক্তিদের অবস্থা কতোটা গুরুতর তা এখনো জানা যায়নি। তবে কোনো পুলিশ কর্মকর্তা আহত হননি।

হামলার শিকার শিক্ষাকেন্দ্রটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। যারা সময় মতো প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, এমন বয়স্ক লোকজনই মূলত এই শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেন।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই ঘটনাকে আপাতত হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র–সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না।

এদিকে হামলার পর সুইডেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসভিটিকে দেশটির বিচারবিষয়ক মন্ত্রী গানার স্ট্রোমার বলেছেন, ‘ওরেব্রোতে হামলার খবর খুবই গুরুতর।’


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh