Logo
×

Follow Us

লাইফস্টাইল

বর্ষায় জুতার বাড়তি যত্ন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২১, ০৯:০১

বর্ষায় জুতার বাড়তি যত্ন

বর্ষায় নিতে হয় জুতার বাড়তি যত্ন। ফাইল ছবি

বর্ষায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় সাদা জুতা নিয়ে। তাই এর যত্নও নিতে হয়ে একটু বিশেষ কায়দায়। বাইরে থেকে ফিরে প্রথমে কেডস বা স্নিকার্সের সোল ভালোভাবে পরিষ্কার করে নিন। সাবান পানি নিয়ে তাতে একটি ব্রাশ ভিজিয়ে ঘষে সোলে লেগে থাকা কাদা ময়লা তুলে ফেলুন। সে সঙ্গে পরিষ্কার করুন জুতার ফিতা।

জুতা যদি ভিজে যায়

ভেজা জুতা কখনো তাপে শুকাতে যাবেন না। এতে চামড়া শুকালেও এবড়োথেবড়ো হয়ে যায়। তখন পুরো জুতাই নষ্ট হয়ে যাবে। দ্রুত জুতা শুকানোর ক্ষেত্রে অনেকেই ড্রায়ার ব্যবহার করেন। এ কাজটি কখনই করবেন না। ভেজা জুতা শুকাতে ব্যবহার করুন কাপড় কিংবা কাগজ। এটি চামড়ার ভেতরের পানি শুষে নেবে। ঘরোয়া তাপমাত্রায় জুতা শুকানো না হলে ভেপার ব্যবহার করুন। ভেপার আয়রনের মাধ্যমে এ কাজটি করা যায়।

জুতার দুর্গন্ধ দূর করতে

বর্ষায় ভেজা জুতা থেকে বাজে গন্ধ হয়ে থাকে। এ গন্ধ থেকে মুক্তি পেতে ভিনেগার ব্যবহার করতে পারেন। একটি ছোট কাপড় ভিনেগারে ভিজিয়ে জুতার ভেতরের অংশ ভালো করে মুছে নিন। এতে দুর্গন্ধ দূর হয়ে যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫