বছর শেষে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফট দিচ্ছে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। প্রতিটি আউটলেটেই রয়েছে দারুন সব ঋতু উপযোগী পোশাকের বিশাল সংগ্রহের উপর ১০ শতাংশ থেকে ৭০ শতাংশ সাশ্রয়ী মূল্যছাড়ের অফার। রুচিশীল ঘরোয়া এবং উৎসব ভিত্তিক নানা বৈচিত্রময় আয়োজন থেকে বেছে নিতে পারেন পছন্দের পোশাকটি।
মেয়েদের পোশাকের বিশাল সংগ্রহে থাকছে- সালোয়ার কামিজ, শাড়ি, টপস, টিউনিক, কটি, পলো, টপস- স্কার্ট, টি-শার্ট এবং অন্যান্য অনুসঙ্গ। ছেলেদের জন্য ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, পলো, টি-শার্ট, ডেনিম জিন্স, কটি ছাড়াও পাবেন রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। কিডস কর্নারে থাকছে ছোট মনিদের জন্য সকল ধরনের পোশাক।
কে ক্র্যাফট এর সকল শো-রুম থেকেই বিশেষ ছাড়ে কেনাকাটার সুবিধা পাবেন। ঘরে বসে মূল্য ছাড়ে পোশাকসহ যেকোনো পণ্য অর্ডার করতে পারেন অনলাইন স্টোর kaykraft.com থেকে। এছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কে ক্র্যাফট শাড়ি টপস টিউনিক কটি পলো টপস- স্কার্ট টি-শার্ট বাণিজ্য
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh