লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০৪:০৯ পিএম
দেশি ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নিয়ে এসেছে বর্ণিল সব পোশাক। সমসাময়িক মোটিফ এবং প্রিন্টের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে বিশেষভাবে বাছাই করা ডিজাইন, প্যাটার্ন এবং রঙ।
বসন্ত উৎসব বাঙালির প্রিয় উৎসবগুলোর মধ্যে একটি। শীতের শেষে প্রকৃতিতে মিষ্টি ফাল্গুনের হাওয়া, নতুন ফুলে মেতে উঠবে চারপাশ। বসন্তে প্রকৃতি যেমন ফুলেল উৎসবে মেতে ওঠে তেমনি উৎসব প্রিয় বাঙালি বসন্তের প্রথম দিনটি উদযাপন করে বাহারি রঙের সাজ পোশাকে। বসন্ত যে এসে গেছে তার প্রকাশ যেন সাজ পোশাকেই ঘটে।
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস প্রিয় দুটি দিন একই দিনে হওয়ায় সাজ পোশাক নির্বাচনে একটু দ্বিধায় পরতে হয়। তাইতো কে ক্র্যাফট সমসাময়িক মোটিফ এবং প্রিন্টের পাশাপাশি প্রাধান্য দিয়েছে বিশেষভাবে বাছাই করা ডিজাইন, প্যাটার্ন এবং রঙ। যা বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস দুটো উৎসবকেই সমানতালে ফুটিয়ে তুলবে। নারী, পুরুষ ও শিশুদের বছরজুড়ে পরার মতো দারুন সব চলতি ফ্যাশনের দৃষ্টিনন্দন পোশাক নিয়েই হাজির ফ্যাশন হাউজটি।
শীতের শেষে প্রকৃতিতে মিষ্টি ফাল্গুনের হাওয়া যেমন থাকে, তেমনি সঙ্গে হালকা গরমেরও ছোঁয়া থাকে। তাই এ সময় সুতি কাপড়কেই বেশি প্রাধান্য দিয়েছে ব্র্যান্ডটি।দিনে পোশাক নির্বাচনে সুতির পোশাক সবচেয়ে উপযোগী হবে৷ তাছাড়া সন্ধার পর সুতির পাশপাশি জর্জেট, সিল্ক অথবা হাফ সিল্কের পোশাক বেছে নেয়া যেতে পারে।
নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারী, স্ক্রীন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে। হলুদ কিংবা কমলার পাশাপাশি পোশাকের ক্ষেত্রে বেছে নেয়া যেতে পারে লাল, ম্যাজেন্টা, অফ-হওয়াইট, মেরী গোল্ড, পার্পল, ভায়োলেট, ল্যাভেন্ডার, স্যাল্মন রেড, পীচ, ব্রিক রেড, নীল, ফরেস্ট গ্রীন ইত্যাদি নানান রঙ। আবার এই দিনটিতে যেহেতু ভালোবাসা দিবসও থাকে তাই এই দিনে পরা যেতে পারে পছন্দের লাল রঙ অথবা নীল পোশাক।
ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে এথনিক, ট্র্যাডিশনাল, ফিউশনধর্মী নানা পোশাক সম্ভার দেখা মিলছে হাউজটিতে। ফ্লোরাল, এথনিক, ট্র্যাডিশনাল, জামদানি, ইক্কত, পেইসলে, জ্যামিতিক, ইত্যাদি নানা মোটিফে তৈরি করা পোশাক সারিতে রয়েছে - শাড়ি, সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, গাউন, কাফটান, টিউনিক, টপস-স্কার্ট, ছেলেদের জন্য রেগুলার ও ফিটেড পাঞ্জাবি, শার্ট, কটি ও শিশুদের জন্য নানা আয়োজন তো থাকছেই। ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মত। এছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক। এছাড়া লাইফস্টাইল সেগমেন্টে থাকছে অর্নামেন্টস, নানা উপহার সামগ্রী, হোম ডেকর আইটেম, স্যান্ডেল এবং নানা ফ্যাশন অনুষঙ্গ।
পোশাক কিনতে যেতে পাবেন ব্র্যান্ডটির যেকোন আউটলেটে। এছাড়া দেশে এবং দেশের বাইরে থেকে অনলাইন শপ kaykraft.com/ থেকে ফাল্গুন-ভালোবাসা দিবসের পোশাক কিনতে পারবেন সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh