ভিন্ন ধারার ফ্যাশন হাউজ আবায়া অ্যান্ড গাউন এবার নিয়ে এলো দুবাই থিমের পোশাক। আমাদানির পাশাপাশি এখন দেশেই দুবাই থিমের পোশাক উৎপাদন শুরু করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির তৃতীয় শোরুম উদ্বোধন হলো বনানীতে। আবায়া অ্যান্ড গাউনের প্রতিষ্ঠাতা এবং কার্য-নির্বাহী প্রধান মারুফা জাহান জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বনানীর ১১ নম্বর রোডের ই-ব্লকে অ্যালিসন টাওয়ারে ক্রেতা এবং শুভাকাঙ্খীদের সরব উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু আবায়া অ্যান্ড গাউনের নতুন এই শাখা। বনানীর নতুন এই শাখাটি মূলত অভিজাত ক্যাটাগরির একটি শাখা যেখানে অভিজাত থিমের পোশাকগুলো প্রাধান্য পাবে।
নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে
মারুফা জাহান বলেন, হিজাব,
বোরখা বা মডেস্ট লাইফস্টাইলে আগ্রহী সবার জন্য "একের ভেতরে
সব" আছে আবায়া এন্ড গাউনে। ডিজাইনে আমরা সবসময় গুনগতমান আর আরামকে প্রাধান্য
দেই। আর আমাদের বনানী আউটলেটের বিশেষত্ব হলো অন্যান্য আউটলেটের রেগুলার আইটেমের
পাশাপাশি এক্সক্লুসিভ কালেকশন রেখেছি যা অন্য আউটলেটগুলোতে নেই।
উল্লেখ্য, আবায়া, হিজাব, বোরখা, গাউন, কেপ এবং এই ধরনের পোশাক যারা পরতে পছন্দ করেন তাদের জন্য দুবাই ও চীন থেকে আমদানী করা পোশাকও আছে এই ফ্যাশন হাউজে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh