দেশি ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ বসন্তকে বরণ করে নিতে যেমন রেখেছে বসন্ত উৎসবে পরার উপযোগী পোশাক, তেমনি হাউজটিতে মিলছে ভালোবাসা দিবসের পোশাকও। আরামদায়ক কাপড়ে বর্ণীল এসব পোশাক হবে উৎসবে পরার জন্য মানানসই।
বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছতে শুরু করে। শীতের পাতাঝরা বৃক্ষগুলো
এত দিন যেন বিগত যৌবনা বৃদ্ধার মতো দাঁড়িয়ে ছিল রিক্ত বেশে। বসন্ত এসে তাকে দান করে
যৌবনের উন্মাদনা। অন্যদিকে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস
পালন করা হয়। ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও হয়
প্রকাশে পবিত্র। ফুলে রাঙা আর বাসন্তী মোহে মুগ্ধ।
ইটপাথরের নগরে প্রকৃতিজুড়ে সেভাবে
হয়তো দেখা মেলে না বসন্তের রঙিন হাওয়ার। তবে বাসন্তী রঙা বসনে নগরবাসী ঠিকই বরণ করে
রঙিন বসন্তকে। একটা সময় বসন্তের প্রথম দিনে মেয়েদের পরনেই শুধু দেখা যেত হলুদ বা বাসন্তী
পোশাক। তাঁত বা টাঙ্গাইল শাড়ি পরার চলই ছিল বেশি। বৈচিত্রের জন্য বাসন্তী শাড়িতে দেখা
যায় উজ্জ্বল সব রঙের ব্যবহারও। এদিকে আবার কয়েক বছর ধরে তো শুধু মেয়েরাই নয়, ছেলেদের
জন্যও মিলছে বসন্ত দিনের বিশেষ পোশাক। এছাড়া ভালোবাসা দিবসকে ঘিরেও রয়েছে বর্ণীল সব
পোশাক।
এবারের বসন্ত আয়োজনে লাল, কমলা,
হলুদ, সাদার মিশেলে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গকে পোশাক অলংকরনের মূল উপাদান হিসেবে ব্যবহার
করেছে ব্র্যান্ডটি। শীতের শেষবেলায় পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়।
শাড়ী, থ্রি-পিস, পাঞ্জাবী, টি-শার্ট,
উত্তরীয়, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতির ফুল, পাতা, গাছ সহ প্রকৃতিরই বিভিন্ন
অনুষঙ্গ। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওর্য়াক, স্ক্রিন
প্রিন্ট ইত্যাদি।
পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির
যেকোন শোরুমে। এছাড়া ঘরে বসে কেনাকাটা করতে ভিজিট করুন www.bishworang.com.bd, ফেইজবুক পেইজ BISHWORANG এ। এছাড়া যোগাযোগ করতে
পারেন ০১৭৩০০৬৮০৩৬ নম্বরে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh