রাইজে মিলছে বৈশাখের পোশাক

ফ্যাশন ব্র্যান্ড রাইজ বৈশাখ উপলক্ষে এনেছে ট্রেন্ডি এবং আরামদায়ক পোশাক। পহেলা বৈশাখে পোশাকগুলো একদিকে যেমন ফ্যাশনেবল হবে অন্যদিকে সারাদিন পরার জন্য হবে স্বস্তিদায়ক।

বৈশাখের পোশাক সম্ভারে রাইজে মেয়েদের জন্য মিলছে ফ্যাশনেবল এথনিক টপস, টুপিস ও থ্রিপিস। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবী। বর্ণিল ও বাহারি নকশায় তৈরি এসব পাঞ্জাবী গরমে পরার জন্য অনেক আরামদায়ক।

পাঞ্জাবি ও এথনিক টপসে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, সাদা ও বর্ণিল মাল্টি কালার । এথনিক টপসের সাথে ম্যাচিং করে বটম পেন্ট পেয়ে যাবেন তাদের কাছে। এছাড়া রয়েছে কানের দুল , নেকলেস, ব্রেসলেট, ব্যাগ, সু ইত্যাদি নানা এক্সেসরিজ

রাইজ বৈশাখ  কালেকশন পাওয়া যাচ্ছে তাদের সারা দেশে থাকা ৩০ টি  আউটলেটে। এছাড়া কেনাকাটা করা যাবে অনলাইনেও। তাদের ওয়েবসাইট rise-brand.com ভিজিট করে কিনতে পারেন পোশাক। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh