Logo
×

Follow Us

ফিচার

বর্ষায় চামড়ার জিনিসের যত্ন

Icon

মাহদিয়া ফাইরুজ

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৮:০২

বর্ষায় চামড়ার জিনিসের যত্ন

লেদার বা চামড়ার পণ্যের প্রতি আকর্ষণ নেই এমন লোক খুঁজে পাওয়া দায়। চামড়ার জিনিসে বরাবরই ভিন্ন এক আভিজাত্য রয়েছে। লেদার অ্যাকসেসরিজগুলোও তাই বেশ জনপ্রিয়। বর্ষায় চামড়ার তৈরি এই জিনিসের প্রতি হতে হয় আরো বেশি যত্নশীল। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় চামড়ার পণ্যে ফাঙ্গাস পড়ার পাশাপাশি এর চকচকে ভাবও কমে যায় অনেকটা। এই বর্ষায় শখের জিনিসগুলো যত্নে কিছু টিপস... 

জুতা : চামড়ার যে পণ্যটি সবচেয়ে বেশি ব্যবহার হয় তা হলো জুতা। সারা দিন এই জুতা জোড়ার ওপর দিয়ে কেমন ধকল যায় ভেবে দেখেছেন? বর্ষায় বৃষ্টি আর রাস্তায় জমে থাকা পানিতে যখন তখন ভিজে যায় জুতা। এ সময় কিছু বিষয় খেয়াল করুন জুতা যত্নে রাখতে।

বৃষ্টির পানিতে যদি জুতা ভিজেই যায়, তবে ভেজা জুতা নিউজপ্রিন্ট কাগজ দিয়ে ভেতর ও বাইরে কিছুক্ষণ মুড়িয়ে রাখুন। নিউজপ্রিন্ট পানি শুষে নেবে খুব তাড়াতাড়ি। ভালোভাবে মুছে নিতে ব্যবহার করতে পারেন সুতির নরম শুকনো কাপড়ও।

রোদে ভালোভাবে জুতা শুকিয়ে নিন। রোদ না থাকলে চুলার পাশে রেখে তাপে শুকিয়ে নিতে পারেন।

পানিতে জুতার পলিশ নষ্ট হয়ে যেতে পারে। তাই শুকানোর পর অবশ্যই ভালো কালি ও ক্রিম ব্যবহার করে জুতা পলিশ করিয়ে নিতে হবে।

বর্ষায় যতটা সম্ভব চামড়ার জুতা না পরাই ভালো।


ব্যাগ : চামড়ার ব্যাগে বৃষ্টির পানি পড়লে বাড়িতে ফিরেই শুকনো কাপড় দিয়ে পানি মুছে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। 

চামড়ার জিনিসে চকচকে ভাব আনার জন্য ইয়াম নামের এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। সেটি দিয়ে আলতো করে মুছে নিন। এতে জিনিসটি ভালো থাকবে অনেক দিন। 

খেয়াল রাখবেন বেশি ঘষলে রং নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। চাইলে হাতের কাছে যেকোনো তেল (নারকেল বা অলিভ অয়েল) দিয়েও মুছে নিতে পারেন। 

জ্যাকেট : চামড়ার জ্যাকেট অনেক দিন আলমারিতে রাখতে হলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখাই ভালো। এতে করে জ্যাকেটের গায় ভাঁজ পড়ে না। 

প্লাস্টিকের ব্যাগে বেশিদিন রাখলেও বর্ষায় সেটি নষ্ট হয়ে যেতে পারে। তাই বেছে নিন কাপড়ের ব্যাগ। 

অনেকে ভেজা জ্যাকেট শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন, এটি একেবারেই ঠিক নয়। এতে চামড়া শক্ত হয়ে কুঁচকে যেতে পারে। ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেই যথেষ্ট।

জ্যাকেট খুব ড্রাই মনে হলে লেদার কন্ডিশনার দিয়ে জ্যাকেট পলিশ করিয়ে নিতে পারেন। এতে চামড়ার শুকনো ও কুঁচকানো ভাব দূর হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫