Logo
×

Follow Us

ফিচার

বিয়েতে ভিন্ন ধারার উপহার

Icon

সুবর্ণা মেহজাবীন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৪:০৫

বিয়েতে ভিন্ন ধারার উপহার

প্রতিটি বিয়েই একেকটি গল্পের শুরু। নতুন দুটি জীবন এক সুতোয় বাঁধা পড়ে ভালোবাসা, প্রতিশ্রুতি আর স্বপ্নের বুননে। বিয়ে মানেই নতুন এক যাত্রার সূচনা। সেই যাত্রার প্রথম লগ্নে উপহারের ঝলক যেন আরো রঙিন করে তোলে নবদম্পতির দিনগুলো। কিন্তু উপহার যদি হয় একঘেয়ে, তাহলে সেটার আবেদনও থাকে সাময়িক। তাই আজকাল অনেকেই খুঁজছেন একটু ভিন্ন কিছু, যা শুধু বস্তু নয়, বরং হয়ে ওঠে অনুভব, স্মৃতি আর ভালোবাসার নিঃশব্দ ভাষা। কিন্তু প্রশ্ন হলো, সেই উপহারটা কি সত্যিই বিশেষ কিছু? 

সময় বদলেছে, বদলেছে উপহারের ভাষা। এখন উপহার মানে শুধু প্রয়োজন মেটানো নয়, বরং মনে ছাপ ফেলার মতো কিছু দেওয়া। এমন কিছু, যা শুধু বস্তু নয়, একটি অনুভব, একটি স্মৃতি কিংবা একটি গল্প হয়ে থেকে যায় দীর্ঘদিন।

কিছু মনে রাখার মতো হোক : দুজন মানুষ যখন নতুন জীবনের শুরুতে পা রাখেন, তখন এমন কিছু দেওয়া যায় যা তাদের ব্যক্তিগত গল্পের সঙ্গে মিশে যায়। যেমন-একটি হ্যান্ডপেইন্টেড পোর্ট্রেট, নবদম্পতির একটি ছবি থেকে আঁকা, ফ্রেমে বাঁধা। অথবা একটি কাঠের খোদাই করা নামফলক, যেখানে তাদের নাম ও বিয়ের তারিখ লেখা। এমন উপহার শুধু সাজিয়ে রাখার জিনিস নয়; বরং প্রতিদিন চোখে পড়ে এক টুকরো ভালোবাসা মনে করিয়ে দেয়।

অভিজ্ঞতাই হোক উপহার : কখনো কি ভেবে দেখেছেন, উপহার যদি হয় কোনো স্মৃতির সৃষ্টি? বাজারে পাওয়া সাধারণ কিছু নয়, বরং এমন কিছু, যা নবদম্পতিকে একসঙ্গে সময় কাটাতে উদ্বুদ্ধ করে? যেমন-একটি ‘ডেট নাইট কিট’, যার মধ্যে আছে রেস্টুরেন্ট ভাউচার, মোমবাতি, মিষ্টি বার্তা আর কিছু রোমান্টিক সুর। অথবা একটি ‘হানিমুন বক্স’, যেখানে রাখা আছে স্ক্র্যাচ অব ট্রাভেল ম্যাপসহ কিছু দরকারি জিনিস। এগুলো শুধু জিনিস নয়, দুজনের জীবনের অভিজ্ঞতা গড়ে তোলে।

যে উপহার গল্প বলে : একটি বই, যেটির প্রতি পৃষ্ঠাজুড়ে থাকে দুজনের প্রেমের গল্প, প্রথম দেখা, প্রথম কথা, প্রথম হাত ধরা। কেউ কেউ এখন এমন পার্সোনালাইজড বই তৈরি করছেন, যার নাম হতে পারে ‘কিভাবে আমরা মিলিত হলাম’ বা ‘আমাদের ভালোবাসার গল্প’। ভেতরে ছোট ছোট ছবি, বন্ধু-বান্ধবের লেখা বার্তা, এমনকি ভবিষ্যতের জন্য নবদম্পতির পরিকল্পনার জায়গাও রাখা যায়। এমন উপহার শুধু চোখে জল আনে না, বরং হৃদয়ে একটা জায়গা করে নেয়।

একটু যত্নের প্রতীক : উপহার হতে পারে জীবন্ত কিছু। ধরুন, একজোড়া ইনডোর প্ল্যান্ট-পিস লিলি আর মানি প্ল্যান্ট। সঙ্গে লেখা থাকে ‘যেভাবে এই গাছ বেড়ে উঠবে, তেমনি বেড়ে উঠুক তোমাদের ভালোবাসা।’ এটা শুধু সাজানোর জন্য নয়, বরং প্রতিদিন পানি দেওয়ার মধ্য দিয়ে সম্পর্কের যত্ন নেওয়ার একটি প্রতীক হয়ে দাঁড়ায়। 

ব্যক্তিত্ব অনুযায়ী উপহার : যদি জানা থাকে বর-কনের শখ, তাহলে উপহার আরো বিশেষ হয়ে ওঠে। বইপ্রেমী দম্পতির জন্য হতে পারে মাসিক বই সাবস্ক্রিপশন। ভ্রমণপ্রেমীদের জন্য ট্রাভেল কিট। কেউ রান্না ভালোবাসেন? তাহলে রেসিপি জার আর পারসোনালাইজড কাঠের রান্নার চামচ হতে পারে চমৎকার কিছু। এমনকি আজকাল অনেকে উপহার দিচ্ছেন স্পা ভাউচার বা আর্ট ওয়ার্কশপের গিফট কার্ডও।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫