Logo
×

Follow Us

ফিচার

স্লিং ব্যাগে স্টাইলিং

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৪:৫১

স্লিং ব্যাগে স্টাইলিং

সঠিক ব্যাগ ছাড়া মেয়েদের সাজ সম্পূর্ণ হওয়া অসম্ভব। ব্যাগ যে শুধু প্রয়োজনের, তা কিন্তু নয়। ব্যক্তিত্বকে অনন্য রূপে উপস্থাপন করাও এর কাজ। শুধু তা-ই নয়, ফ্যাশনে পোশাকের সঙ্গে সঙ্গে ব্যাগের প্রাধান্যও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অফিস কিংবা বাইরে বেড়ানো-সব সময়ই ব্যাগের ভূমিকা অনন্য। এখন আবার ফ্যাশন জগতে বেশির ভাগ পুরোনো আদব-কায়দা ফিরে আসছে। সেই রকমই একটি হলো এই স্লিং ব্যাগ। শাড়ি, কুর্তি, সালোয়ার-স্যুট সবকিছুর সঙ্গেই বেশ মানিয়ে যায় স্লিং ব্যাগ এবং ফ্যাশনে বেশ জনপ্রিয় একটি অনুষঙ্গ। এটি ব্যবহার করাও সুবিধাজনক। কয়েকটি স্লিং ব্যাগের স্টাইলিং টিপস... 

স্যাডল 


ট্রেন্ডের নিরিখে জনপ্রিয় স্লিং ব্যাগগুলোর মধ্যে অন্যতম এই স্যাডল। ফ্ল্যাপ কভারসহ এই ক্রসবডি ব্যাগের স্ট্র্যাপ মেটাল বা লেদার যেকোনো কিছুর হতে পারে। রোজকার একঘেয়ে অফিস-ফর্মালে নতুনত্ব আনতে স্যাডল ব্যবহার করতেই পারেন।

ইনভেলাপ স্লিং ব্যাগ

 

এই হাতে ধরা ব্যাগ দেখতে একেবারে খামের মতোই। অর্থাৎ চৌকো ব্যাগে ইনভেলাপ বা খামের মতো তিন কোনা ফ্ল্যাপ কভার। পার্টি বা উইকেন্ড প্ল্যানিংয়ে পার্সের বদলে লম্বা স্ট্র্যাপসহ এই ক্লাচের মতো ব্যাগটি ব্যবহার করতে পারেন।


ফ্রিঞ্জ ব্যাগ 

সাতের দশকের অন্যতম স্টাইল স্টেটমেন্ট এই ফ্রিঞ্জ ব্যাগে থাকে লেদারের টাসল ও ফ্রিঞ্জ। কনসার্ট, আড্ডা বা নৈমিত্তিক দিনেও ব্যবহার করতে পারেন এই ব্যাগ। বিচ ড্রেস, রিপড জিন্স বা রোজকার কুর্তির সঙ্গেও এই ব্যাগ দারুণ মানায়।

ক্যান্টিন ব্যাগ


গোলাকৃতির ছোট্ট ব্যাগগুলো দেখতে সত্যিই অপূর্ব। এর মধ্যে টাকা, মোবাইল ও টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায়। শাড়ির সঙ্গে এই ব্যাগ বেশ মানায়। আর যদি লুকে একটি ইউনিক ছোঁয়া রাখতে চান, তাহলে তো ক্যান্টিন ব্যাগই সেরা পছন্দ।

ব্যারেল ব্যাগ 

চোঙাকৃতি এই ব্যাগ ছোট বা বড় যেকোনো আকারের হতে পারে। একদিকে স্টাইলিশ, অন্যদিকে প্রচুর জায়গা থাকায় অনেক জিনিসও একসঙ্গে বহন করা যায়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫