
বৃষ্টির টুপটাপ শব্দ মানেই যেন মনের জানালায় খানিকটা প্রশান্তির বাতাস। কিন্তু এই বৃষ্টিই যখন এসে বসে মাথার চুলে, তখন পরিস্থিতি ততটা মনোরম থাকে না। চুল হয়ে পড়ে রুক্ষ, চুল ঝরে পড়ার সঙ্গে মাথার ত্বকে বাসা বাঁধে ফাঙ্গাস সংক্রমণ। বর্ষাকালে আবহাওয়ার আর্দ্রতার কারণে চুলের নানা ধরনের সমস্যা দেখা দেয়। তবে ঘরোয়া কিছু উপায়েই এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। প্রয়োজন কেবল একটু যত্ন আর নিয়মিত রুটিন। অতিরিক্ত চুল পড়া এবং নানাবিধ সমস্যা থেকে মুক্তির ঘরোয়া উপায় বাতলেছেন সুবর্ণা মেহজাবীন...
বর্ষাকালে চুল ঝরে যাওয়া একটি খুব সাধারণ সমস্যা। বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় স্ক্যাল্প ঘামে এবং ঘামে জমে থাকা ধুলাবালি স্ক্যাল্পের ছিদ্র বন্ধ করে দেয়। এর ফলে হেয়ার রুট দুর্বল হয়ে যায় এবং চুল ঝরে। এর সঙ্গে প্রায়ই চুল ভেজা অবস্থায় থাকার কারণে স্ক্যাল্পে ইনফেকশন বা খুশকি দেখা দেয়। এটি আবার চুলকানি ও চুল ঝরার অন্যতম কারণ। অনেকের মাথার ত্বকে আবার বর্ষায় অতিরিক্ত তেল নিঃসরণ হয়। এর ফলে চুল হয়ে পড়ে চিটচিটে ও অস্বস্তিকর। এ ছাড়া বৃষ্টিতে বারবার ভিজে যাওয়ার কারণে চুল তার স্বাভাবিক মসৃণতা হারায়। ফলে চুল রুক্ষ হয়ে যায়, জট লেগে থাকে এবং ব্রাশ করলেই ভেঙে পড়ে।
সমস্যা থেকে মুক্তির ঘরোয়া উপায়
মেথি বীজ ও দইয়ের হেয়ার প্যাক : মেথি বীজ সারারাত ভিজিয়ে রেখে সকালে পেস্ট বানিয়ে তাতে ২ টেবিল চামচ দই মিশিয়ে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করুন। এটি স্ক্যাল্প ঠান্ডা রাখে, খুশকি দূর করে এবং চুল ঝরা কমায়।
নিমপাতা ও লেবুর রস : নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ স্ক্যাল্পের ইনফেকশন কমায়। কয়েকটা নিমপাতা ফুটিয়ে ঠান্ডা করে সেই পানি দিয়ে মাথা ধুয়ে নিন। চাইলে এক চা-চামচ লেবুর রসও মেশাতে পারেন। এটি খুশকিও নিয়ন্ত্রণে আনে।
নারকেল তেল ও ক্যাস্টর অয়েলের ম্যাসাজ : এক চামচ নারকেল তেলে আধা চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে হালকা গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এটি চুলের গোড়া মজবুত করে এবং রুক্ষতা কমায়।
অ্যালোভেরা জেল : অ্যালোভেরা জেল মাথার ত্বকে সরাসরি লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা চুলের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে, মাথার ত্বকে শীতলতা দেয় এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা ফেরায়।
ডিম ও অলিভ অয়েলের প্যাক : একটি ডিমের কুসুমের সঙ্গে ১ চা-চামচ অলিভ অয়েল মিশিয়ে স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট রেখে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এটি প্রোটিন-সমৃদ্ধ হেয়ার প্যাক, যা চুলকে গভীরভাবে পুষ্টি দেয়।