Logo
×

Follow Us

ফিচার

টক-মিষ্টি চেরিতে লাল হলো ওয়াশিংটনের রাস্তা

Icon

আকতার শ্রাবণী

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৬:১৭

টক-মিষ্টি চেরিতে লাল হলো ওয়াশিংটনের রাস্তা

সাধারণত কোনো ট্রাক উল্টে গেলে প্রথমে আমাদের মাথায় আসে আহত হওয়া, যানজট আর বিশৃঙ্খলার কথা। কিন্তু ওয়াশিংটনের ডগলাস কাউন্টিতে এমন এক ঘটনা ঘটল, যা দেখে কারো কারো চোখ কপালে উঠেছে আবার অনেকে হাসি চাপতে পারেননি। 

এক সকালে শহরটির গ্র্যান্ট রোডে একটি ট্রাক উল্টে পড়ে রাস্তাজুড়ে গড়িয়ে পড়ে শত শত কেজি টক-মিষ্টি চেরি! ট্রাকের চাপায় কিছু চেরি চটকে যায়, কিছু গড়িয়ে পড়ে আশপাশে আর কিছুতে পা দিয়েই পিছলে পড়ে যান অনেক পথচারী। রাস্তার দুই পাশজুড়ে তখন লাল রঙের এক অদ্ভুত চিত্র। যেন কেউ আস্ত একটা ফলের বাজার উল্টে দিয়েছে রাজপথের উপর।

চেরি যে এত বিপজ্জনক হতে পারে, তা হয়তো কেউ কল্পনাও করেননি। রাস্তার উপর চটকে যাওয়া ফলগুলো তখন পরিণত হয় পিচ্ছিল এক জালে, যে কারণে বন্ধ করে দিতে হয় পুরো রাস্তাটি। 

এরপর শুরু হয় পরিষ্কার অভিযান। প্রথমে উল্টে যাওয়া ট্রাকটিকে সরিয়ে নেওয়া হয়। তারপর চলে চেরি সরানোর কাজ। শুধু আস্ত চেরিই নয়, চেরির রসে রাস্তা এমনভাবে মাখামাখি যে পুরোটা পরিষ্কার করতে সময় লাগে বেশ খানিকটা। যারা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের অনেকেই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চেরি পরিষ্কার করা দেখছিলেন। তাদের কারো মুখে ছিল বিস্ময়, কারো মুখে হাসি।

ডগলাস কাউন্টি শেরিফের দপ্তর সামাজিক মাধ্যমে জানায়, এই ট্রাক দুর্ঘটনাটি ঘটে গ্রান্ট রোডে, ইউনিয়ন এভিনিউ ও আর্বান ইন্ডাস্ট্রিয়াল ওয়ে/এয়ারপোর্ট ওয়ের রাউন্ড আবাউটের মধ্যবর্তী এলাকায়।

চেরি সাধারণত যে দৃশ্যের সঙ্গে যায় সেটা হলো কেক কিংবা ডেজার্ট। সেই চেনা জগৎ থেকে বেরিয়ে চেরি এবার জায়গা করে নিল ট্র্যাফিক রিপোর্টে। 

যদিও দুর্ঘটনায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু পরিস্থিতি সামাল দিতে রাস্তার দুই পাশেই যান চলাচল বেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।

এরপর দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ সবকিছু আবার স্বাভাবিক হয়। যানবাহন চলতে শুরু করে, তবে রাস্তার গায়ে লেগে থাকা হালকা চেরির রং ও গন্ধ যেন বলে যাচ্ছিল জায়গাটি জুড়ে একটু আগেও ছিল হাজারো চেরি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫