Logo
×

Follow Us

ফিচার

বন্ধুত্ব বনাম বন্ধুত্বের ভান

Icon

সুবর্ণা মেহজাবীন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১২:৩১

বন্ধুত্ব বনাম বন্ধুত্বের ভান

বন্ধুত্ব জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি। কিন্তু সব হাসি আন্তরিক নয়, সব যত্নের আড়ালেও থাকে না সত্যিকার স্নেহ। কিছু সম্পর্ক আমাদের শক্তি জোগায়, আবার কিছু সম্পর্ক নীরবে কেবল ক্লান্ত করে। তাই দরকার আসল বন্ধুত্ব আর বন্ধুত্বের ভানের সূক্ষ্ম পার্থক্যটা চিনে নেওয়া। বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যা আমাদের জীবনে ভরসা, আনন্দ আর নিরাপত্তা এনে দেয়। সত্যিকারের বন্ধুরা পাশে থাকে ঝড়ের দিনে, সাফল্যের উচ্ছ্বাসে ভাগ নেয় আর ব্যর্থতার সময়ে হাত বাড়িয়ে দেয়। কিন্তু সব সম্পর্কই কি ততটা নিখুঁত? কখনো কখনো হাসির আড়ালে, যত্নের ভান করে লুকিয়ে থাকে স্বার্থপরতা। এটাই আসল বন্ধুত্ব আর বন্ধুত্বের ভানের সূক্ষ্ম পার্থক্য।

আসল বন্ধুত্বের লক্ষণ : সত্যিকারের বন্ধুত্বের মূল ভিত্তি হলো বিশ্বাস। তারা ভুল দেখিয়ে দেয়, কিন্তু বিচার করে না। নিজেদের স্বার্থের চেয়ে বন্ধুর সুখকে প্রাধান্য দেয়। মন খারাপের সময় কেবল কথার মাধ্যমে নয়, উপস্থিতির মাধ্যমেও শক্তি জোগায়। এই বন্ধুরা দুর্বলতাকে উপহাস করে না, বরং বুঝতে চেষ্টা করে।

বন্ধুত্বের ভানের মুখোশ : অন্যদিকে নকল বন্ধুত্ব অনেক সময় চেনা কঠিন। এরা প্রয়োজন ফুরোলেই দূরে সরে যায়, সাফল্যে ঈর্ষান্বিত হয়, ব্যর্থতায় পাশে থাকার ভান করলেও অন্তরে তাচ্ছিল্য পোষণ করে। তাদের হাসি সৌজন্যের হতে পারে, কিন্তু চোখে মিশে থাকে হিসাবের দৃষ্টি। এরা বন্ধু নয়, বরং স্বার্থের খাতিরে অস্থায়ী সহচর।

কেন ভুয়া বন্ধুত্ব চিনে নেওয়া জরুরি

মানুষ যেমন বন্ধুত্বে শক্তি পায়, তেমনি ভুয়া বন্ধুত্ব মানসিক ক্লান্তি বাড়ায়। এমন সম্পর্কের বোঝা টেনে নিয়ে চললে আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয়, আত্মবিশ্বাসও নষ্ট হতে থাকে। তাই কাকে বন্ধু ভাবা যায় আর কাকে দূরে রাখা দরকার, তা বোঝা মানসিক সুস্থতার জন্যও জরুরি।

বন্ধু সত্যিই বন্ধু কি না বুঝতে হলে তার আচরণ লক্ষ করুনÑআপনার সাফল্যে সে খুশি হয় কি না; ব্যর্থ হলে পাশে থাকে কি না; গোপনীয়তা রক্ষা করে কি না এবং কেবল প্রয়োজনে যোগাযোগ করে কি না। এই প্রশ্নগুলোর উত্তরই সম্পর্কের আসল চেহারা প্রকাশ করে।

বন্ধুত্ব বেছে নেওয়ার সাহস

সবাইকে বন্ধু বানানো সম্ভব নয়, দরকারও নেই। যারা আন্তরিক, তাদেরই পাশে রাখা উচিত। কারণ একজন সত্যিকারের বন্ধু পুরো পৃথিবীর ভান করা বন্ধুদের চেয়ে অমূল্য। শেষ পর্যন্ত বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যা স্বার্থের লেনদেন নয়; এটা হলো মনের যোগ। তাই হাসির আড়ালে লুকিয়ে থাকা ভানকে চিনে নিন, আর আসল বন্ধুদের শক্ত করে ধরে রাখুন, কারণ তারাই জীবনকে সত্যিই সহজ আর সুন্দর করে তোলে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫