Logo
×

Follow Us

প্রচ্ছদ প্রতিবেদন

জাদুঘরে প্রদর্শিত মিলিয়ন ডলারের ‘কলা’ খেয়ে ফেললেন দর্শনার্থী!

Icon

আলপনা আকতার শ্রাবণী

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৩:৫০

জাদুঘরে প্রদর্শিত মিলিয়ন ডলারের ‘কলা’ খেয়ে ফেললেন দর্শনার্থী!

ফ্রান্সের পূর্বাঞ্চলের পম্পিদু-মেৎস জাদুঘরে এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। শিল্পী মাউরিজিও ক্যাটেলানের বিখ্যাত শিল্পকর্ম ‘কমেডিয়ান’-এর অংশ ছিল কলাটি। শিল্পকর্মের অংশ হলেও কলাটি আসলই ছিল। শুধু গ্রে রঙের টেপ দিয়ে কলাটিকে দেওয়ালে আটকে রাখা হয়েছিল। শিল্পীর মতে, এটি শিল্পকর্ম। 

অদ্ভুত এই শিল্পকর্মটি প্রথম আলোচনায় আসে ২০১৯ সালে, মায়ামির আর্ট বাসেল প্রদর্শনীতে। তখনই এর মূল্য ধরা হয়েছিল এক লাখ ২০ হাজার ডলার। পরবর্তী সময়ে চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান এটিকে ৬.২ মিলিয়ন ডলারে কিনে নেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটিই সত্যি। সম্প্রতি ফ্রান্সের জাদুঘরের সেই কলাটি খেয়ে ফেলেছেন এক দর্শনার্থী। 

এই কলা খাওয়ার ব্যাপারে শিল্পী ক্যাটেলান এ নিয়ে বলেন, ‘লোকটি পুরো শিল্পকর্ম না বুঝে শুধু ফলটাই খেয়েছে। যদি খেতেই হতো, তাহলে ছাল, টেপ সবই খাওয়া উচিত ছিল!’ ঘটনার পরপরই নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

জাদুঘর কর্তৃপক্ষ জানায়, যেহেতু কলা নষ্ট হয়ে যায়, শিল্পীর নির্দেশে নিয়মিত কলা পরিবর্তন করা হয়। ফলে খেয়ে ফেললেও মাত্র কয়েক মিনিটের মধ্যেই যথা স্থানে নতুন একটি কলা টেপ দিয়ে দেওয়ালে আটকে দেওয়া হয়। 

প্রদর্শনী থেকে কলা খাওয়ার ঘটনা এটি প্রথম ছিল না। ডেভিড দাতুনা নামের একজন পারফরম্যান্স আর্টিস্ট ২০১৯ সালে একই প্রদর্শনীতে দাঁড়িয়ে কলাটি খেয়ে ফেলেছিলেন। তার বক্তব্য ছিল, ‘আমি ক্ষুধার্ত ছিলাম।’

২০২৩ সালে চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন এই শিল্পকর্মটি ৬.২ মিলিয়ন ডলারে কিনে ক্যামেরার সামনে বসে সেটি খেয়ে ফেলেন! প্রদর্শনী থেকে কলা খাওয়ার চেয়েও বেশি আলোচনায় এসেছে এই শিল্পকর্মের পেছনের ভাবনা। শিল্পী ক্যাটেলান জানান, তিনি এই কাজের মাধ্যমে শিল্পবাজারের অসারতা ও অতি মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন। 

শিল্পী মাউরিজিও ক্যাটেলান এর আগে আরো একটি অদ্ভুত কাজ করেছিলেন। ১৮ ক্যারেট সোনা দিয়ে একটি কমোড বানিয়েছিলেন, কমোডের নাম রেখেছিলেন ‘আমেরিকা’। একসময় এই টয়লেটটি ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে উপহার দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে এটি পরে যুক্তরাজ্যের একটি প্রদর্শনী থেকে চুরি হয়ে যায়। চোর ধরা পড়লেও সেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫