Logo
×

Follow Us

ফিচার

শরতের আভিজাত্য

Icon

সুবর্ণা মেহজাবীন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৬:৫৪

শরতের আভিজাত্য

প্রতীকী ছাবি

বর্ষার স্যাঁতসেঁতে দিন পেরিয়ে যখন আকাশে রোদ আর নরম হাওয়ার মিশেল, তখনই শুরু হয় শরৎ। গরম কমলেও আর্দ্রতা থাকে আর সেই অনুযায়ী ফ্যাশনে আসে নতুন রং ও টেক্সচারের ছোঁয়া। তরুণীদের জন্য এই মৌসুম মানেই আরাম ও স্টাইলের নিখুঁত সমন্বয়। শরৎ শুধু ঋতু নয়, এ যেন এক অনুভূতি। বর্ষার ভারী মেঘ সরে গিয়ে যখন আকাশে ভাসে তুলার মতো সাদা মেঘ, প্রকৃতিতে কাশফুল আর বাতাসে মিশে থাকে নরম উষ্ণতা, তখনই বদলে যায় শহরের ফ্যাশন মানচিত্র। পোশাকে আসে উষ্ণ রঙের ছোঁয়া, অ্যাক্সেসরিজে বাড়ে প্রাকৃতিক উপাদানের ব্যবহার আর ফেব্রিকে ফুটে ওঠে হালকা অথচ টেক্সচারসমৃদ্ধ আরাম। তরুণীদের জন্য শরৎ মানে নতুন করে নিজেকে সাজিয়ে তোলার সময়, যেখানে প্রতিটি পোশাক বলে দেয় নিজের আলাদা গল্প। লিখেছেন সুবর্ণা মেহজাবীন...

রঙের প্যালেট : শরতের রঙে থাকে উষ্ণতার আভা। মাটিঘেঁষা বাদামি, পোড়া কমলা, জলপাই সবুজ, সর্ষে হলুদ ও অফ-হোয়াইট-এসব রং পোশাকে আনে নরম অথচ প্রাণবন্ত ছোঁয়া। যারা একটু সাহসী লুক পছন্দ করেন, তারা মেরুন বা গভীর নীল বেছে নিতে পারেন সন্ধ্যার আউটিংয়ের জন্য।

ফেব্রিকের পছন্দ : দেশের শরতে গরম পুরোপুরি কমে না, তাই ভারী ফেব্রিক এড়িয়ে হালকা, কিন্তু টেক্সচারযুক্ত কাপড় ভালো মানায়। কটন, লিনেন, ভিসকস, হালকা খাদি কিংবা সফট মসলিন এই সময়ে সবচেয়ে উপযোগী। দিনের বেলায় বাতাস চলাচল করে এমন কাপড় বেছে নেওয়া আরাম দেয়, আবার সন্ধ্যায় পাতলা শাল বা হালকা কার্ডিগান যুক্ত করলে লুক হয় সম্পূর্ণ।

পোশাকের ধরন : শরতের কাশফুল যেমন প্রকৃতিকে দেয় সাদা আর নরম আভা, তেমনি তরুণীদের শাড়িতেও এই ঋতুর ছোঁয়া এনে দেয় সাদাসিধে, অথচ আভিজাত্যপূর্ণ লুক। হালকা মসলিন, কটন বা সফট সিল্কের সাদা, 

অফ-হোয়াইট কিংবা হালকা ধূসর শাড়ি, যার বর্ডারে থাকতে পারে উষ্ণ রঙের হালকা নকশা-শরতের জন্য একেবারেই মানানসই। দিনের আউটিংয়ে কাশফুলের মতো সাদা শাড়ির সঙ্গে রঙিন ব্লাউজ আর মুক্তার গয়না এনে দিতে পারে এক স্বপ্নিল অথচ আরামদায়ক লুক, যা শরতের বাতাসের মতোই হালকা ও মুক্ত।

এ ছাড়া কুর্তি ও পালাজো হতে পারে শরতের দিনে প্রথম পছন্দ। নরম ফেব্রিকের লং কুর্তি, সঙ্গে ফ্লেয়ারি পালাজো-একসঙ্গে আরাম ও আধুনিকতা। মিডি ড্রেসও বেছে নিতে পারেন। বেল্টযুক্ত বা ফ্লেয়ার কাট মিডি ড্রেস শহুরে তরুণীদের মধ্যে জনপ্রিয়। লং স্কার্ট ও টপস এমন দিনে বেশ মানানসই। প্রিন্টেড স্কার্টের সঙ্গে সলিড রঙের ব্লাউজ শরতের জন্য পারফেক্ট। আর ফিউশন লুক আনতে ওয়েস্টার্ন টপের সঙ্গে দেশি প্রিন্টের লং স্কার্ট বা প্যান্ট পরতে পারেন, যা ট্র্যাডিশনাল ও কনটেম্পোরারি-দুইয়ের মেলবন্ধন।

অ্যাক্সেসরিজ : হ্যান্ডব্যাগ নিতে পারেন মিনি টোট বা ক্রসবডি ব্যাগ, যা একসঙ্গে ব্যাবহারিক ও স্টাইলিশ দুটিই। অলংকার হিসেবে কাঠের বা পুঁতির গয়না পরা যেতে পারে, যা শরতের উষ্ণ রঙের সঙ্গে মানানসই। স্যান্ডেল বা লোফার বেছে নিতে পারেন, যেগুলো সারা দিন আরাম দেয়। সন্ধ্যায় ব্লক হিল বা কিটি হিল লুককে করে আরো পরিপূর্ণ। চুলের সাজে হালকা বেণি বা নরম ওয়েভ লুক তৈরি করতে পারেন। সঙ্গে স্কার্ফ বা হেয়ারব্যান্ড ব্যবহার করলে রিফ্রেশিং লুক আসবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫