Logo
×

Follow Us

ফিচার

কলা চাষ করে বাজিমাত তরুণ কৃষকের

Icon

মো. রাসেল ইসলাম

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১২:২৮

কলা চাষ করে বাজিমাত তরুণ কৃষকের

কৃষক মো. ওসমান গনি

বিদেশে না গিয়েও দেশে বসেই সফলতা সম্ভব-এই কথার জীবন্ত উদাহরণ তরুণ কৃষক মো. ওসমান গনি। বয়স তার ৩৩। তিনি বোচাগঞ্জ উপজেলায় তরুণ কৃষক হিসেবে পরিচিতি পেয়েছেন।

একসময় জীবিকার সন্ধানে ঢাকা ও পরে ভারত পর্যন্ত পাড়ি জমিয়েছিলেন। কিন্তু কোথাও গিয়ে সফলতা পাননি, মনকে শান্ত করতে পারেননি। অবশেষে ফিরে এসে নিজ দেশেই হয়েছেন সফল কৃষক। 

সরেজমিনে মাঠে গিয়ে দেখা যায়, বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের মালগাঁও গ্রামে ওসমান গনির কলা বাগানে কয়েকজন শ্রমিক কাজ করছেন। তাদের পাশে দাঁড়িয়ে কাজ দেখাচ্ছেন ওসমান নিজেই। 

কথা প্রসঙ্গে ওসমান গণি বললেন, ২০০৯ সালে ঢাকায় যাই, ভালো লাগছিল না। তারপর ২০১৩ সালে ভারতে যাই, ওখানেও দুই বছর কাজ করি। কিন্তু তেমন লাভ হয়নি।  ২০১৮ সালে দেশে ফিরে মামার পরামর্শে শুরু করি লিচু-আম আর কলা চাষ। প্রথমে মাত্র ৩৩ শতাংশ জমিতে কলা লাগাই। ধীরে ধীরে বেড়ে এখন চার একর জমিতে চার হাজার কলাগাছ রোপণ করেছি। 

তিনি আরো বলেন, ‘এই মৌসুমে প্রায় ১৬ লাখ টাকার কলা বিক্রি হবে আশা করছি। খরচ হয়েছে ১০ থেকে ১২ লাখের মতো। কলা, লিচু আর আম থেকে বছরে ছয়-সাত লাখ টাকা আয় করি।’

সফল এই কৃষক শুধু নিজেই উপকৃত হননি, বরং কর্মসংস্থান সৃষ্টি করেছেন এলাকার বেকার যুবকদের জন্যও। তার বাগানে কাজ করছেন অন্তত ১০ থেকে ১২ জন। 

তরুণদের উদ্দেশে ওসমান গনির পরামর্শ, অনেকেই এখনো অবৈধভাবে পাশের দেশে কাজ করতে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশেই এখন সুযোগ অনেক। অল্প পুঁজি আর ইচ্ছা থাকলেই কৃষি দিয়ে উদ্যোক্তা হওয়া সম্ভব।  আম, কলা, লিচু, তরমুজ সবই লাভজনক। 

ওসমান গনির বাসা মূলত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের বৃদ্ধিগাঁও গ্রামে। গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হলেও তিনি বোচাগঞ্জ উপজেলায় তরুণ কৃষক হিসেবে পরিচিতি পেয়েছেন। 

উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়, বোচাগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৯০ হেক্টর জমিতে কলা চাষ করা হয়েছে। এখানে উল্লেখযোগ্য জাত মেহের সাগর, দেশি সাগর, চাম্পা ও সবরি কলা চাষ করা হচ্ছে।

এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মাহাবুব রহমান বলেন, ‘আমি ২০২৪ সাল থেকেই ওসমান গনিকে কলা চাষে পরামর্শ দিয়ে আসছি। ওনার বাগানে নিয়মিত সঠিক পরিচর্যা ও পরামর্শ নেওয়ার কারণে এবার কোনো রোগবালাই হয়নি।’

বোচাগঞ্জ উপজেলা কৃষি অফিসার 

কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, এবার উপজেলার বেশ কয়েকজন তরুণ কৃষক কলা চাষে সফলতা পেয়েছেন। ওসমান গনি তাদের মধ্যে অন্যতম। তার এই উদ্যোগ অন্যদেরও উদ্বুদ্ধ করবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫