
ধরুন, আপনি ভোরের শান্ত পরিবেশে আইসক্রিমের দোকান খুলতে যাচ্ছেন, আর ভেতরে ঢুকেই দেখলেন কাউন্টারের পেছনে বসে আছে এক বিশাল ভালুক। যে কিনা আরাম করে স্ট্রবেরি আইসক্রিম খাচ্ছে! ঠিক এমনই এক বিচিত্র ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ায়, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সাউথ লেক টাহো এলাকার ক্যাম্প রিচার্ডসনের একটি জনপ্রিয় আইসক্রিম দোকানে অপ্রত্যাশিত অতিথি হিসেবে হাজির হয়েছিল একটি বড়সড় ভালুক।
ইউপিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
এল ডোরাডো কাউন্টি শেরিফের দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার ভোরে দোকানে ভালুক ঢোকার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে যান।
ডেপুটিরা যা দেখলেন, তাতে তারাও বিস্মিত। দোকানের ভেতর কাউন্টারের পেছনে দাঁড়িয়ে ভালুকটি নিজের মতো করে আইসক্রিম উপভোগ করছে।
মজার ব্যাপার হলো, দোকানে নানা স্বাদের মধ্যে ভালুকটির পছন্দ পড়েছে শুধু স্ট্রবেরি ফ্লেভারের ওপর। অন্য কোনো স্বাদে তার আগ্রহ দেখা যায়নি।
শেরিফের দপ্তর জানিয়েছে, একটু পর ভালুকটি শান্তভাবেই দোকান থেকে বেরিয়ে যায়। সবচেয়ে বড় স্বস্তির বিষয়, সে দোকানের কোনো বড় ক্ষতি করেনি। দোকান পরিষ্কার করার ঝামেলাও খুব একটা হয়নি।
স্থানীয়রা ও অনলাইন ব্যবহারকারীরা এই ঘটনার ছবিগুলো দেখে মুগ্ধ হয়েছে। এমন এক মজার ও অপ্রত্যাশিত ঘটনা যে কারো দিনকে রঙিন করে দিতে পারে। ঘটনাটি শুধু প্রাণীপ্রেমীদেরই নয়, বরং সাধারণ পাঠকদেরও এক ভিন্ন রকম আনন্দ দিয়েছে। যেন প্রকৃতি মাঝে মাঝে আমাদের জীবনে হাস্যকর চমক নিয়ে আসে।