
প্রতিদিন দাঁত ব্রাশ করা আমাদের জীবনের অংশ। কিন্তু যদি শোনেন সেই টুথপেস্ট তৈরি হয় মানুষের চুল বা ভেড়ার উল থেকে তাহলে অবাক লাগবে না! এমনই এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা।
তারা আবিষ্কার করেছেন চুলে থাকা কেরাটিন নামের প্রোটিন দাঁতের ক্ষয় রোধে আশ্চর্যজনকভাবে কাজ করতে পারে। এটি দাঁতের ভেতরে ক্ষুদ্র ফাটল পর্যন্ত মেরামত করে দিতে সক্ষম। স্কাই নিউজের এক প্রতিবেদনে তথ্যটি প্রকাশিত হয়েছে।
দাঁতের বাইরের শক্ত স্তর এনামেল একবার ক্ষতিগ্রস্ত হলে তা আর নিজে থেকে তৈরি হয় না। এখান থেকেই শুরু হয় দাঁতের ক্ষয়, ক্যাভিটি বা নানা ধরনের সমস্যা। ফ্লুরাইড-ভিত্তিক টুথপেস্ট কেবল ক্ষয়ের গতি কমাতে পারত। কিন্তু কেরাটিন দাঁতের
প্রাকৃতিক আস্তরণ তৈরি করে সেই ক্ষয় পুরোপুরি থামাতে সক্ষম হয়েছে। আরো আশ্চর্যের বিষয় হলো, যদি দাঁতে ছোট কোনো ফাটল থাকে, কেরাটিনের কারণে তা ধীরে ধীরে নিজে থেকেই সেরে যাবে।
কেরাটিন এমন একটি প্রোটিন যা চুল, ত্বক ও উলে পাওয়া যায়। শ্যাম্পুতে চুল রিপেয়ার করার জন্য এটি ব্যবহার করা হয়। দাঁতের ক্ষেত্রে এটি আরো বিস্ময়কর কাজ করে। মুখের লালার খনিজ উপাদানের সঙ্গে মিশে কেরাটিন দাঁতের আসল এনামেলের মতোই এক প্রাকৃতিক স্তর তৈরি করে। ফলে দাঁতের ক্ষুদ্র ক্ষতি চোখে না পড়েই সেরে যায়।
চুল থেকে তৈরি হলেও এই টুথপেস্ট দেখতে বা ব্যবহার করতে কোনো ভিন্নতা থাকবে না। আগের মতো মিন্ট স্বাদ, ফেনা সবই থাকবে, তবে এর ভেতরে লুকানো থাকবে দাঁত মেরামতের শক্তি। আর জটিল সমস্যায় ভুগছেন যারা, তাদের জন্য তৈরি হতে পারে নেইল ভ্যারনিশের মতো বিশেষ জেল, যা দন্ত চিকিৎসকরা দাঁতে প্রয়োগ করবেন।
প্রথমে গবেষকরা এই টুথপেস্ট বানান ভেড়ার উল থেকে। কারণ এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়, বায়োওয়েস্ট হিসেবে ধরা হয় এবং কৃষকদের জন্যও উপকারী। ভবিষ্যতে মানুষের নিজের চুল থেকেও কেরাটিন সংগ্রহ করে ব্যবহার করা সম্ভব হতে পারে। গবেষকরা বলছেন, তারা চান না এটি কেবল প্রিমিয়াম কোনো পণ্য হোক। তাদের লক্ষ্য, টুথপেস্টটি যেন সবার জন্য সাশ্রয়ী দামে পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে এই অভিনব পণ্য।